ওয়েব ডেস্ক: দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে রয়েছে কুলতলি ও রায়দিঘি (Kultali and Raidighi) বিধানসভার সংযোগস্থলে, মণি নদীর উপরে অবস্থিত একমাত্র সাঁকোটি। এক বছরের বেশি সময় ধরে সাঁকোটি ভগ্নপ্রায় (Broken Bridge) অবস্থাতে থাকলেও, এখনও পর্যন্ত তা মেরামতের কোনও ব্যবস্থা করা হয়নি। ওই এলাকার বাসিন্দাদের নিত্য যাতায়াতের একমাত্র রাস্তা এই সাঁকোটি। ভাঙা কাঠ ও দড়ি দিয়ে কোনও মতে টিকে থাকা ওই সাঁকো দিয়ে প্রতিদিন প্রাণ হাতে নিয়ে পারাপার করতে হয় এলাকার বাসিন্দাদের। পারাপার করতে গিয়ে বহু মানুষ আবার নদীতে পড়েও গিয়েছেন।
ওই এলাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে স্কুল পড়ুয়াদের (School Students)। এলাকার স্কুল ছাত্রী বর্ষা হালদারের কথায় “প্রতিদিন এই ভাঙা সাঁকো পার হয়ে স্কুলে যেতে হয়। সাইকেল নিয়ে পার হওয়াটা খুবই কষ্টকর এবং ভয়ও লাগে।” এই একই কথা আবার শোনা গেল বাইক আরোহী জাকির ফকিরের গলায়। তাঁর কথায়, “একটা ছোট সেতু যদি তৈরি হয়, তাহলে হাজার হাজার মানুষের কষ্ট লাঘব হবে। আমাদের বারবার বলা সত্ত্বেও কেউ দেখছে না।”
আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে ভেসে গেল মুজনাই নদীর সাঁকো, দুর্ভোগে হাজারো মানুষ
এমন ভয়াবহ পরিস্থিতি নিয়ে কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল জানিয়েছেন, “এই জায়গাটি কুলতলি ও রায়দিঘি বিধানসভার সীমান্তের মধ্যে হওয়ায় কাজটি একটু জটিল হয়ে পড়েছে। তবে আমি ইতিমধ্যেই সুন্দরবন উন্নয়ন দফতরের মন্ত্রী মাননীয় বঙ্কিম হাজরার সঙ্গে যোগাযোগ করেছি। আশা করছি, খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে।” প্রশাসনের এই দীর্ঘ টালবাহানায় ওই এলাকায় কবে সুদিন আসবে তা নিয়েই প্রশ্ন উঠছে। দ্রুত স্থায়ী সেতু নির্মাণের দাবিতে আরও জোরদার হচ্ছে স্থানীয়দের ক্ষোভ।
দেখুন অন্য খবর: