ক্যালিফোর্নিয়া: আমেরিকার (America) রাস্তায় হঠাৎই এক ক্ষুধার্ত-পিপাসায় ঘুরে বেড়ানো ভারতীয় মহিলার ছবি সামনে এল। তথ্য অনুযায়ী, তিনি হায়দ্রাবাদের (Hydrabad) এক মহিলা। নাম সৈয়দা লুলু মিনহাজ জাইদি। তথ্যবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। কিন্তু সেখানে তাঁর সমস্ত জিনিসপত্র চুরি হয়ে গুরুতর বিপদে পড়েন তিনি।
প্রতি বছর হাজার হাজার পড়ুয়া পড়াশোনা ও চাকরির জন্য বিদেশে যায়। যেখানে মাঝে মাঝে সমস্যায় পড়তে হয় তাদের। সেরকমই বিপদের শিকার হন সৈয়দা লুলু মিনহাজ জাইদি। তবে ওই মোহর মা সৈয়দা ওয়াহাজ ফাতিমা তার মেয়েকে ফিরিয়ে আনতে সাহায্য চেয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে একটি চিঠি লিখেছেন। এবং সেই চিঠিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে সেই কথা জানিয়েছেন বিআরএস নেতা খলিকুর রহমান। বিআরএস নেতা ট্যুইটারে পোস্ট করেছেন যে হায়দরাবাদ মহিলার মা তার মেয়েকে ফিরিয়ে আনার জন্য বিদেশমন্ত্রী জয়শঙ্করের কাছে আবেদন করেছেন। পোস্টের ক্যাপশনে লিখেছেন যে,’ আমি অবিলম্বে সাহায্যের প্রশংসা করব।’
প্রকাশিত ওই ভিডিওটিতে ওই মহিলাকে রুগ্ন এবং ক্ষুদার্ত দেখা যায়। ভিডিওটি তৈরি করা ব্যক্তি তাকে কিছু খাবার দেওয়ার পর মহিলাকে খেতে খেতে বলতে শোনা যায়। সোশ্যাল মিডিয়ায় এই ভারতীয় মহিলার ভিডিওও ক্রমশ ভাইরাল হচ্ছে।