বৃন্দাবন: মঙ্গলবার উত্তরপ্রদেশের (Uttarpradesh) মথুরার (Mathura) বাঁকে বিহারী মন্দিরের (Banke Bihari Temple) কাছাকাছি ভয়ঙ্কর এক দুর্ঘটনা ঘটে। তিনতলা বাড়ির বারান্দা ও দেয়াল ধসে প্রায় ১২ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, ওই দেওয়ালের ওপর বসেছিল বেশ কয়েকটি হনুমান। তাদের মধ্যে মারপিঠ চলছিল। সেই সময় আচমকাই ভেঙে পড়ে দেওয়ালটি। দেওয়ালের নিচে চাপা পড়ে যান সকলেই। সঙ্গে সঙ্গে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এছাড়াও স্থানীয়রা জানিয়েছেন, আগে থেকেই এই বাড়িটিতে সমস্যা ছিল। বাড়িটির একটি দেওয়াল ভাঙা এবং দুর্বল ছিল। এর পাশাপাশি ঘটনার পরই ছুটে যান এলাকার মানুষজনও। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়। পুলিশ জানিয়েছে, ধ্বংসাবশেষের তলা থেকে একে একে উদ্ধার করা হচ্ছে।
আরও পড়ুন: আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি, আতঙ্কে কাজ বন্ধ দুর্গাপুরের কারখানায়
পুলিশ জানিয়েছে, বাঁকে বিহারী মন্দির থেকে মাত্র ১০০মিটার দূরে স্নেহবিহারী জি মন্দিরের কাছে বৃন্দাবন কোতোয়ালি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রসঙ্গত, এখানে দোসায়াত এলাকায় বিষ্ণু শর্মার একটি পুরনো দোতলা বাড়ি রয়েছেও।
এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনায নিয়ে শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন তাঁর কার্যালয়ের তরফে টুইট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মথুরা জেলায় ধসে পড়ার মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন। প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়াও সকলের দ্রুত আরোগ্য কামনা করেছেন। এছাড়াও প্রশাসনের আধিকারিকদের যুদ্ধকালীন তৎপরতায় কাজ ও ত্রাণের নির্দেশ দিয়েছেন।