ময়না: আবারও উত্তপ্ত ময়নার (Moyna) বাকচা। ময়নার বাজার সংলগ্ন এলাকায় বোমাবাজির অভিযোগ।ঘটনায় আহত এক সবজি ব্যবসায়ী মহিলা। বিজেপির অভিযোগ বাকচার নিমতলা বাজারের সামনে পুলিশের উপস্থিতিতে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা বহিরাগত লোকজন নিয়ে বোমাবাজি করেছে। বেছে বেছে বিজেপি নেতৃত্বের বাড়ির সামনে বোমাবাজি করা হচ্ছে। স্থানীয় লোকজন সহ বিজেপি নেতৃত্বরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়।
বোমবাজির ঘটনায় আহত হয় মিঠু রানীদাস নামে মহিলা। বাজার থেকে সবজি বিক্রি করে বাড়ি ফিরছিল, সেই সময় নিমতলার কাছে এই বোমা বাজির ঘটনায় আহত হয় ওই মহিলা। ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখান থেকে পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। ওই মহিলা জানায় শনিবার দুপুরে সবজি বিক্রি করে ফেরার সময় রাস্তার উপরেই বোমাবাজি হয়। সেই বোমার আঘাতে আহত হন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: Odisha Train Accident । ফের ট্রেন দুর্ঘটনা, ওড়িশায় লাইনচ্যুত মালগাড়ি
মনোনয়ন পর্ব থেকে উত্তপ্ত রাজ্য রাজনীতি। মুর্শিদাবাদ, ভাঙড়, এবার সুজাপুর মনোনয়নের পর স্ক্রুটিনিতে অশান্ত বাংলা। বিরোধীদের অভিযোগ, পশ্চিমবঙ্গের সর্বত্র আতঙ্কের পরিবেশ তৈরি করছে তৃণমূলের দুষ্কৃতীরা। পুলিশ ও রাজ্য নিবার্চন কমিশন রাজ্য সরকারের অঙ্গুলিহেলনে কাজ করছে। তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা মনোনয়ন প্রত্যাহারে চাপ দিচ্ছে। মারধর করছে বিরোধীদের। এই অভিযোগ নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যের এই উত্তপ্ত পরিস্থিতির দিকে নজর রেখেই কলকাতা হাইকোটের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করার নির্দেশ দিয়েছে।যদিও ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন।