হিঙ্গলগঞ্জ: ভোট পরবর্তীতে ফের সন্ত্রাস। তৃণমূল পঞ্চায়েত সমিতির প্রার্থীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাশপাশি বেশ কয়েকটি বাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতের হলদার মোড়ের ঘটনা। ঘটনাস্থলে হিঙ্গলগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
অভিযোগ, হিঙ্গলগঞ্জ ব্লকের তৃণমূলের পঞ্চায়েত সমিতি প্রার্থী সনাতন সর্দারের বাড়িতে রাতের অন্ধকারে কে বা কারা চড়াও হয়। সেখানে বাড়ির সামনে বেশ কয়েকটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। পাশাপাশি সিপিএম-বিজেপির কর্মী সমর্থকদের বাড়ি লক্ষ্য করেও বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ৮ থেকে ১০টি বাড়িতে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। এলাকার বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে বোমার সুতুলি, লোহার টুকরো। ভোট পরবর্তী গণ্ডগোলের জেরেই এই ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। ঘটনাস্থলে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে। কে বা কারা এই ঘটনায় জড়িত, তার খোঁজ শুরু করেছে পুলিশ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে।
আরও পড়ুন: Panchayat Election 2023 | Nadia | CPM | ভোটের দিন কৃষ্ণনগরে জখম সিপিএম কর্মীর মৃত্যু
পঞ্চায়েত ভোটকে ঘিরে হিংসার ছবি দেখা গিয়েছে বিভিন্ন জেলায়। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে অশান্তি ও সংঘর্ষের ছবি সর্বত্র দেখা যাচ্ছে। সোমবার পুননির্বাচনের দিনও একাধিক এলাকায় সন্ত্রাসের ছবি দেখা যাচ্ছে। একাধিক এলাকায় বোমা-গুলি চালানোর অভিযোগ উঠছে শাসক-বিরোধী দলের বিরুদ্ধে। এমনকী ক্যামেরার সামনে পোলিং অফিসারকে ভয়ে কাঁদেতও দেখা গিয়েছে। তারই মধ্যে ভোট করেছেন তাঁরা। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ থেকে পোলিং এজেন্টদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।