বারাসত: তৃণমূলের কার্যালয়ে হামলার অভিযোগ। শুক্রবার রাতে দত্তপুকুরের তৃণমূলের কার্যালয়ে বোমা মারা অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ব্যাগ ভর্তি তাজা বোমা। বোমার শব্দে ফাটল ধরে তৃণমূলের দলীয় কার্যালয়ের দেওয়ালেও। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার শুড়ি পুকুর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, স্থানীয় তৃণমূলের কার্যালয়ে ২১ জুলাইয়ের জনসভার প্রস্তুতি নিয়ে কর্মীরা মিটিং করছিল। ওই সময় পার্টি অফিসে বোমা নিক্ষেপ করে দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি ব্যাগ ভর্তি তাজা বোমা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দত্তপুকুর থানার পুলিশ। বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায় তারা। ঘটনার পর এলাকায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: Panchayat Election | বল ভেবে খেলতে গিয়ে বিষ্ফোরণে জখম ২ শিশু