রঘুনাথগঞ্জ: পঞ্চায়েত নির্বাচনের বাকি মাত্র একদিন। তবুও অশান্তি কমার লক্ষণ নেই রাজ্য জুড়ে। এবার সিপিআইএম প্রার্থীর বাড়িতে গুলি ও বোমাবাজির অভিযোগ উঠল। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ১ নম্বর ব্লকের মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের সাদিকপুর এলাকায়। এই ঘটনায় মোট চারজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিন সকালে রঘুনাথগঞ্জের সাদিকপুর এলাকায় ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ। বোমা নিয়ে হামলা চালানো হয় পঞ্চায়েতের সিপিআইএম প্রার্থী সাহিদা খাতুনের বাড়িতে। তাঁর বাড়ি লক্ষ্য করে একাধিককে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় গুরুতর জখম অবস্থায় চারজনকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: TMC | CPM | সকালে হুমকি, সন্ধ্যায় তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের কোপ
এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বক্তব্য, শাসকদলের হাড়ের সম্ভাবনা যেখানে প্রবল, সেখানে সন্ত্রাসের সম্ভাবনা বেশি। বিরোধীরা যেখানে মনোনয়নপত্র পেশ করেছেন, ভোটে দাঁড়িয়েছেন, সেটা সহ্য হচ্ছে না শাসকদলের।
ভোট পর্বে এদিন সকালেই মুর্শিদাবাদ ও বীরভূমে ২ জনের মৃত্যু হয়। মুর্শিদাবাদের বেলডাঙা এলাকায় বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয় কামাল শেখ নামে এক ব্যক্তির। অন্যদিকে বীরভূমের মহম্মদবাজার এলাকাতে নির্দল প্রার্থীর স্বামী ততা বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহের পাশ থেকে একটি গুলির খোল উদ্ধার হয়। অভিযোগের তি এলাকার এক তৃণমূল নেতার বিরুদ্ধে। যদিও এ ব্যাপারে তৃমমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে সন্ত্রাসের মাত্রা। বোমা-গুলি সহ বাড়ছে মৃতের সংখ্য়া। প্রথম থেকেই হিংসার ঘটনায় সরব হন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি একাধিকবার জানিয়েছেন, কোনও ভাবে রাজ্যে হিংসা বরদাস্ত নয়। তারপরেও এই ছবি রাজ্যজুড়ে। এই পরিস্থিতিতে নির্বাচনের দিন সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।