ভরতপুর: ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার মুর্শিদাবাদের ভরতপুরে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পঞ্চায়েত নির্বাচনের আগেই পরিত্যক্ত বাড়ি থেকে ড্রাম ভর্তি বোমা উদ্ধার করল মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানেই ড্রাম ভর্তি ১০টির বেশি বোমা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় গ্রেফতারের কোনও খবর নেই। তবে কে বা কারা কী উদ্দেশ্যে এই বোমা মজুত করেছে, তার তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিশ।
পরিত্যক্ত ওই বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। বোমাগুলি নিস্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে জেলা বোম্ব ডিস্পোজাল স্কোয়ার্ডের সদস্যদের। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এদিন বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রতিদিনই রাজ্যের একাধিক এলাকা থেকে বোমা উদ্ধারের ঘটনা সামনে আসছে। বেশকিছু জেলায় এই বোমা উদ্ধারের পরিমাণ বেশ খানিকটা। তার মাঝে মনোনয়ন পর্ব থেকে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে নজনের। গতকালও পুরুলিয়ার আদ্রায় তৃণমূলের টাউন সভাপতিকে গুলি করে খুন করা হয়েছে। যা নিয়ে সকাল থেকে থমথমে পরিবেশ গোটা এলাকায়। প্রশ্ন উঠছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে। ভোটের আগেই যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে ভোটের দিন সাধারণ মানুষ কার ভরসায় বেরোবে ভোট দিতে।
এদিকে উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের আমলানি গ্রাম পঞ্চায়েতের হরিপুর দাসপাড়ার বিজেপি মহিলা প্রার্থীর বাড়ির সামনে বোমাবাজি। উদ্ধার তাজা বোমা। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ২টো নাগাদ দুষ্কৃতীরা, ১৭২ নম্বর বুথে বিজেপি প্রার্থী সঞ্চিতা ঋষি দাসের বাড়ির সামনে বোমা ছোরে। আর একটা বোমা মারলেও সেটা ফাটেনি। তখন বিজেপি প্রার্থী তার পরিবার ভয়ে ঘর থেকে আর বেরোয়নি। সকাল হলে বেরোলে দেখা যায় একটি তাজা বোমা ঝোপের মধ্যে পড়ে রয়েছে। ওই বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, এর সঙ্গে তৃণমূল কোনওভাবেই জড়িত না। বিরোধীরা রাজনৈতিকভাবে কুৎসা রটানোর জন্য নিজেরাই এই ঘটনা ঘটিয়ে তৃণমূল উপর দায় চাপাচ্ছে।
উল্লেখ্য, বুধবার ৮২৫ কোম্পানির চেয়ে বেশি বাহিনী দিয়ে এ বছর পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ২৪ ঘণ্টার মধ্যে সব জেলায় পর্যাপ্ত বাহিনী মোতায়েনের জন্য কেন্দ্রের কাছে আবেদন করতে হবে বলে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় আদালত।