হাসনাবাদ: বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার হাসনাবাদে। তৃণমূলের অভিযোগ, মজুত করা বোমা থেকেই এই বিস্ফোরণ। বসিরহাটের হাসনাবাদের (Hasnabad) শিমুলিয়া কালীবাড়ি এলাকায় বিজেপি কর্মী নিমাই দাসের ভাই দিলীপ দাসের বাড়িতে আজ সকাল ১১টা নাগাদ রান্নাঘরের একধারে একটি বোমা ফাটে। বোমা বিস্ফোরণে (Bomb Blast) বেশ কয়েক জন আহত হয়েছেন। স্থানীয় মানুষের অভিযোগ এই প্রবল গরমে মজুত করে রাখা অত বোমায় বিস্ফোরণের ফলেই এই মর্মান্তিক ঘটনা। কে বা কারা এই বোমা রেখে গেল তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানা পুলিশ। পুরো বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
ওই বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে নিশানা করেছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, হাসনাবাদ পঞ্চায়েতে বিজেপির নেতা নিমাই দাসের ভাইয়ের বাড়িতে মজুত রাখা বোমার বিস্ফোরণেই আহত বাড়ির বাসিন্দারা। স্থানীয় মানুষের অভিযোগ এই প্রবল গরমে মজুত করে রাখা অত বোমায় বিস্ফোরণের ফলেই এই মর্মান্তিক ঘটনা। পুলিশ সত্যাসত্য দেখুক।
বসিরহাটের অন্তর্ভুক্ত হিঙ্গলগঞ্জের হাসনাবাদ পঞ্চায়েতে বিজেপির নেতা নিমাই দাসের ভাইয়ের বাড়িতে মজুত রাখা বোমার বিস্ফোরণে গুরুতর আহত বাড়ির বাসিন্দারা। স্থানীয় মানুষের অভিযোগ এই প্রবল গরমে মজুত করে রাখা অত বোমায় বিস্ফোরণের ফলেই এই মর্মান্তিক ঘটনা। পুলিস সত্যাসত্য দেখুক।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) April 27, 2024
আরও পড়ুন: নাম না করে বিজেপির দেবাশিসকে খোঁচা তৃণমূলের শতাব্দীর
অন্যদিকে, শুক্রবার সন্দেশখালিতে আগ্নেয়স্ত্র উদ্ধার প্রসঙ্গে কুলটির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, কেন চকোলেট বোমা ফাটলেও সিবিআই, এনএসজির দরকার পড়ে? যেন যুদ্ধ হচ্ছে। পুলিশকে জানানো হয়নি। এক তরফা হয়েছে। যে অস্ত্র উদ্ধার হয়েছে, তা কোথা থেকে এল তা নিয়ে সন্দেহ রয়েছে। হয়তো আগে থেকে নিজেরাই ওখানে রেখে এসেছে। আজকে হাসনাবাদের বিজেপি নেতার বাড়িতে বিস্ফোরণের ঘটনা নিয়ে বিজেপিকে নিশানা করে মমতা বলেন, শুনলাম সন্দেশখালির বিজেপি নেতার বাড়িতে বোমা জমা রয়েছে। মনে করছে বোমা রেখে এবং চাকরি খেয়ে জিতে যাবে।
আরও খবর দেখুন