মুর্শিদাবাদ: ভোট গণনার সকালেও বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে নানা জেলা থেকে। এবার গণনা চলাকালীন বোমা বিস্ফোরণে (Bomb Blast) উড়ে গেল বাড়ির একাংশ। ঘটনাস্থল থেকেই উদ্ধার কুড়ির বেশি সকেট বোমা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) ভরতপুর থানার আমলাই গ্রামে। কে বা কারা কি উদ্ধেশ্যে এই বোমা মজুত করেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। প্রতিটি গণনাকেন্দ্রের (Panchayat Election 2023 Result ) বাইরে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। তা সত্ত্বেও কয়েকটি গণনাকেন্দ্রের বাইরে তুমুল অশান্তি, বোমাবাজির ঘটনা ঘটছে। এদিন আচমকাই আলমাই গ্রামের ৬২ নন্বর বুথ সংলগ্ন একটি জ্যানেরেটরের ঘরে বোমা বিস্ফোরণের ঘটনায় কেঁপে ওঠে এলাকা। ঘটনার জেরে ব্যপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)