বীরভূম: বগটুই গ্রামে ফের অগ্নিকাণ্ড। রামপুরহাট বিধানসভার বড়শাল পঞ্চায়েতের বগটুই গ্রামে তৃণমূলের সমর্থকের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল। জানা গিয়েছে, সোমবার গভীর রাতে রামপুরহাট বিধানসভার বড়শাল পঞ্চায়েতের বগটুই (Bagtui)গ্রামে তৃণমূলের সমর্থকের বাড়িতে আগুন (Fire) ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পূর্ব পাড়ার বাসিন্দা মুর্শিদা বিবির মাটির বাড়ির ছাদে আগুনের ঘটনায় পুড়ে গিয়েছে বাড়ির অনেক কিছু। শনিবার রাতেও তাঁর বাড়িতে এভাবে আগুন লাগানো হয়েছিল। যার জেরে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন পরিবারের লোকজনেরা। ঘটনাস্থলে যায় রামপুরহাট থানার পুলিশ। কে বা কারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, রামপুরহাট বিধানসভার বড়শাল পঞ্চায়েতের বগটুই গ্রামে তৃণমূলের সমর্থকের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে। পূর্ব পাড়ার বাসিন্দা মুর্শিদা বিবি মাটির বাড়ির চালের ওপর আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এর ফলে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে পরিবারের লোকজনেরা।
আরও পড়ুন: BJP | MLA | Asansol | নিজের এলাকার অনুষ্ঠানে ডাক না পেয়ে বিধায়কের উপর ক্ষোভ প্রকাশ পুরপিতার
পূর্ণিমা দেবী জানান, গত শনিবার জানলা দিয়ে আমাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এরপর আবার সোমবার ভোর রাত সাড়ে চারটার সময় আমার বাড়ির চালে আগুন ধরিয়ে দেওয়ার বিষয়টি লক্ষ্য করি। আগের দিনেও ঘরের কিছু জিনিস পুড়ে গিয়েছিল। এদিন ফের বাড়ির চালে আগুন লাগিয়ে দিয়েছে কেউ।
গত ঠিক তিন চার দিন আগেই বাড়ির জানালাতে আগুন লাগিয়ে দেবার অভিযোগ উঠেছিল, বাড়ির লোকজনের তৎপরতায় আগুন নেভানো হয়।মুর্শিদা বিবি নামে এক মহিলার বাড়ির জানালা দিয়ে দলীয় একটি পতাকা দিয়ে ভিতরে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছিল আবারও সেই একই পরিবারে ঘটনা। ঘটনাস্থলে যাই রামপুরহাট থানার পুলিশ।
প্রসঙ্গত, ২০২২ সালের ২১ মার্চ। বগটুইবাসীই শুধু নয়, সমগ্র রাজ্যবাসীর কাছে সে রাতের স্মৃতি টাটকা। রাতের অন্ধকারে আগুনে পুড়ে মৃত্যু হয়েছিল ১০ জনের। তার আগে অবশ্য পঞ্চায়েত দখল নিয়ে অন্তর্দ্বন্দ্বের জেরে বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে গুলি ও বোমা মেরে খুন করা হয়। তারই পালটা বগটুই গ্রামে ১০ জনকে পুড়িয়ে খুন করা হয়।