ভুটান: নাগরাকাটার ডায়না নদী (River) থেকে উদ্ধার লরি চালকের (Driver) দেহ। সোমবার সন্ধ্যায় বানারহাট থানার অন্তর্গত নাগরাকাটা (Nagrakata) ব্লকের খ্যারকাটা এলাকায় ডায়না নদীতে (Daina River) একটি মৃতদেহ ভেসে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে অনুমান করা হয়, ভুটানের নদীতে ভেসে যাওয়া লরি চালকের দেহ হতে পারে। পরবর্তীতে নিশ্চিত করা হয়, দেহটি এক চালকের। ইতিমধ্যে দেহটি উদ্ধার করে বানারহাট থানায় নিয়ে আসা হয়। খবর দেওয়া হয়েছে মৃতের পরিবারকে।
প্রসঙ্গত, গত ১৩ জুলাই কোচবিহারের চ্যাংড়াবান্ধার এক লরিচালক লরি নিয়ে ভুটানের সামসি এলাকায় গিয়েছিলেন পাথর বোঝাই করে নিয়ে আসার জন্য। সেই সময় একদিকে যেমন চলছিল মুষলধারে বৃষ্টি, সেই সঙ্গে নদীতে আচমকা হড়পা বান চলে আসে। সেই হড়পা বান চালক সহ লরিটিকে ভাসিয়ে নিয়ে যায়। পরবর্তীতে লরি উদ্ধার করা সম্ভব হলেও, চালককে খুঁজে পাওয়া যায়নি।
আরও পড়ুন:Himachal Flood | বিপর্যস্ত হিমাচলপ্রদেশ, বন্যা পরিস্থিতির জেরে ১২০’র বেশি মৃত্যু, আহত একাধিক