কলকাতা: সাতসকালে অবরোধ অশোকনগর রোড (Ashokenagar Road) রেলওয়ে স্টেশনে। যার জেরে বনগাঁ-শিয়ালদহ (Bongaon-Sealdah) শাখায় চরম ভোগান্তির শিকার হলেন নিত্যযাত্রীরা। আপ এবং ডাউন লাইনে পর পর দাঁড়িয়ে পড়েছে একাধিক ট্রেন।
বনগাঁ থেকে যে ট্রেনগুলি বিবাদী বাগ (BBD Bag) হয়ে মাঝেরহাট (Majherhat) যায় সেগুলির যাত্রাপথ ছোট করে দেওয়া হয়েছে। সেগুলি টালা কিংবা কলকাতা স্টেশন পর্যন্ত যাচ্ছে। কিছু ট্রেন তো স্রেফ বারাসত (Barasat) পর্যন্ত চালানো হচ্ছে। এই ঘটনার জেরেই বিক্ষোভ দেখান নিত্যযাত্রীদের একাংশ, অশোকনগর স্টেশনে অবরোধ চলে।
আরও পড়ুন: উত্তরবঙ্গে এইমসের জন্য মুখ্যমন্ত্রীকে দরবার করার অনুরোধ সাংসদের
শুক্রবার সকালে বনগাঁ-মাঝেরহাট লোকাল সাড়ে সাতটায় অশোকনগর স্টেশনে আসে। কিন্তু অবরোধের জেরে ওখানেই দাঁড়িয়ে যায়। অবরোধকারীদের সঙ্গে নিত্যযাত্রীদের বাদানুবাদ হয় বলে খবর। এদিকে ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকায় স্টেশনের পাশের লেভেল ক্রসিং খোলা যায়নি। ফলে যানজটের সৃষ্টি হয় যশোর রোডেও (Jessore Road)।
প্রসঙ্গত, বিবাদী বাগ হয়ে মাঝেরহাট যাওয়ার ট্রেন রুটের পাশেই রয়েছে গঙ্গা। দুর্গাপুজো, কালীপুজো, ছটপুজো এমনকী জগদ্ধাত্রী পুজোতেও বিসর্জনের কারণ দেখিয়ে তিন-চারদিন করে রেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ডাউন ট্রেন যাচ্ছে কলকাতা স্টেশন পর্যন্ত। আবার আপ ট্রেন টালা কিংবা কলকাতা স্টেশন থেকে ছাড়ছে। ফলে এই রুটের নিত্যযাত্রীরা বিপাকে পড়েছেন।
দেখুন অন্য খবর:
The post সাতসকালে অশোকনগর স্টেশনে অবরোধ, বিপর্যস্ত বনগাঁ শাখা first appeared on KolkataTV.
The post সাতসকালে অশোকনগর স্টেশনে অবরোধ, বিপর্যস্ত বনগাঁ শাখা appeared first on KolkataTV.