সিঙ্গুর: সিঙ্গুরে বিজেপি কিসান মোর্চার ধরনার (singur bjp protest) শেষদিনে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) । ২২-২৪ ডিসেম্বর ব্লকে ব্লকে ডেপুটেশন। ৫-১০ জানুয়ারি জেলায় জেলায় কিসান মার্চ। ঘাটালে দিলীপ ঘোষ, বর্ধমানে সুকান্ত মজুমদার ও আরামবাগে শুভেন্দু অধিকারী সেই মিছিলে উপস্থিত থাকবেন (singur kisan morcha) । ১০ তারিখে উত্তরবঙ্গে কিসান মার্চ শেষ হবে। ওইদিন জলপাইগুড়িতে থাকবেন সুকান্ত মজুমদার, মালদহে থাকবেন শুভেন্দু। ১৪ তারিখ নবান্ন অভিযান সাঁতরাগাছি থেকে।
বিজেপি রাজ্য সভাপতি বলেন, লড়াই সবে শুরু হয়েছে।মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর পরিবার যদি মনে করেন, এই রাজ্য তাঁদের জমিদারি, সেটা ভুল করবেন। আমরা কৃষকদের জন্য লড়াই করে যাব। নবান্নের ১৪ তলায় বসে আছেন যিনি, তাঁর কানে কিছুই যাচ্ছে না। তাই গোটা রাজ্যে, জেলায় জেলায় কিসান মার্চ হওয়ার পর নবান্নে কিসান মার্চ হবে।