নদিয়া: নারী নির্যাতন ও কন্যা সুরক্ষার দাবিতে পথে নামল নদিয়া (Nadia) দক্ষিণ জেলা বিজেপি (BJP) মহিলা মোর্চা। বৃহস্পতিবার সকালেই তারা রানাঘাটের ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। এর ফলে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় (District News)।
মোর্চার অভিযোগ, রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই নারী নির্যাতনের ঘটনা ঘটছে। কখনও নাবালিকা ধর্ষণ, কখনও গৃহবধূ খুন বা নির্যাতন, একটার পর একটা ঘটনায় রাজ্যবাসী আতঙ্কিত। অথচ প্রশাসন নীরব, অভিযুক্তদের শাস্তি দিতে ব্যর্থ হচ্ছে শাসক দল। তাদের দাবি, মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে কন্যাশ্রী নয়, কার্যকর পদক্ষেপ দরকার।
আরও পড়ুন: পঞ্চায়েতে অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা, ৪ মাস ধরে জলবন্দি একাধিক পরিবার
সভানেত্রীর বক্তব্য, “আজ বাংলার মা-বোনেরা নিরাপদ নন। বাড়ি থেকে বেরোলে ভয় থাকে, মেয়েদের স্কুল-কলেজে পাঠাতে পরিবার আতঙ্কে থাকে। আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, পুলিশ প্রশাসন শাসক দলের হয়ে কাজ করছে। তাই আমরা রাস্তায় নেমেছি। আন্দোলন চলবে, প্রয়োজনে আরও বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে।”
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার একাধিক জেলা নেতা ও কর্মী। তারা কন্যা সুরক্ষা এবং নারী নিরাপত্তার দাবিতে স্লোগান তোলেন। সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আহ্বান জানান মোর্চার নেত্রী।
দেখুন আরও খবর: