ওয়েব ডেস্ক: রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের (Assembly Elections) আগে দশমীর দিন আরএসএস (RSS) ও বিজেপি (BJP) বড়সড় কর্মসূচি হাতে নিয়েছে। জানা গিয়েছে, আরএসএস প্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat) নাগপুর থেকে দেওয়া বক্তব্য এই রাজ্যে এক কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সংঘ পরিবারের পক্ষ থেকে।
আরএসএস-এর শতবর্ষ উপলক্ষে ভাগবতের এই ভাষণ দেশজুড়ে প্রচার করা হবে। বাংলায় সেই প্রচারকে ঘিরেই সংগঠন ও বিজেপি একযোগে কাজ করছে। দলীয় সূত্রে খবর, বিভিন্ন জায়গায় বড় পর্দা ও সভার মাধ্যমে ভাষণ দেখানো হবে, যা ভোটের আগে সাংগঠনিক শক্তি বাড়ানোর কৌশল হিসেবেই দেখা হচ্ছে।
আরও পড়ুন: ২৬-এর ভোটে শমীকের টিমে নেতা কারা?
২০১১ থেকে ২০২৫—এই সময়কালে বাংলায় আরএসএস সংগঠনের বিস্তার দশ গুণ বেড়েছে বলে দাবি সংগঠনের। এবারের মহালয়ায় সাড়ে এক হাজার জায়গায় প্রায় এক লক্ষ কর্মীকে নিয়ে শোভাযাত্রা করেছে তারা। এই শোভাযাত্রাকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছে সংঘ নেতৃত্ব।
মহালয়ার শোভাযাত্রায় বিজেপি-র প্রথম সারির নেতাদের উপস্থিতিও চোখে পড়েছে। শুভেন্দু অধিকারীকে দেখা গিয়েছে ভিন্ন ভূমিকায়, আবার নিউ টাউনে শোভাযাত্রায় হেঁটেছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে বিজেপি-র সহ-সভাপতি শমীক ভট্টাচার্য উপস্থিত ছিলেন না। কেন তিনি শোভাযাত্রায় যোগ দেননি, তা নিয়ে দলের অন্দরে নানা জল্পনা শুরু হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, আরএসএস ও বিজেপি ভোটের আগে একযোগে সাংগঠনিক বিস্তারকে কাজে লাগাতে চাইছে। দশমীর দিন সংঘ প্রধানের ভাষণ সেই কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে।
দেখুন আরও খবর: