কলকাতা: পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) ঘিরে শনিবার সকাল থেকেই উত্তপ্ত ছিল রাজ্যের পরিস্থিতি। ভোটদানকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে মারামারি, বোমা-গুলি, ব্যালট লুট একের পর এক ঘটনা সামনে আসতে থাকে। রাজ্যের বিভিন্ন জেলায় কমপক্ষে ১৯ জনের মৃত্যুর খবর মিলেছে। যদিও রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন। এই পরিস্থিতিতে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার সঙ্গে দেখা করে এসে সাংবাদিক বৈঠক করেন বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়।
বৈঠকে তিনি বলেন, যেখানে যেখানে ছাপ্পা হয়েছে, সাধারণ মানুষ ভোট দিতে পারেননি, সেখানে সেখানে আমরা পুনর্নির্বাচন চাইছি। ১০-১২ হাজার বুথে পুনঃনির্বাচনের দাবি জানানো হয়েছে। যদি কোনও পুনঃনির্বাচন না হয় তাহলে আমরা কলকাতা হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের বিরুদ্ধে অবমাননার মামলা করব। ১১ তারিখ যে ভোট গণনা রয়েছে সেখানে যেন নিরাপত্তা জোরদার থাকে তারও দাবি জানাচ্ছি।
পুনর্নির্বাচন প্রসঙ্গে রাজীব সিনহা বলেছিলেন, “নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে নাকি অশান্ত তা বলার মতো সময় এখনও আসেনি। এর জন্য় বিস্তারিত রিপোর্টের প্রয়োজন রয়েছে। তবে কিছু জায়গা থেকে অভিযোগ এসেছে।” তিনি আরও বলেন, “অভিযোগগুলি খতিয়ে দেখা হবে। যাচাই করে প্রয়োজনে পুনর্নির্বাচন হবে।”