বাঁকুড়া: কোতুলপুরে এলাকার কয়েকজন যুবকের বিক্ষোভের মুখে পড়লেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। বিক্ষোভকারীদের দাবি, চাকরি দেওয়ার নামে প্রতারণা করেছে সৌমিত্র। বিক্ষোভকারীরা সাংসদের গাড়ির পিছনে ধাওয়া করেন। পরে সিআইএসএফ এর সহযোগিতায় সাংসদ গাড়িতে চড়েই এলাকা ছেড়ে পালিয়ে যান।
সোমবার বাঁকুড়ার কোতুলপুর থেকে লাউগ্রামে দলীয় কর্মীর বাড়িতে যান সৌমিত্র খাঁ। লাউগ্রামে যাওয়ার পথে কোতুলপুর মিল মোড় এলাকার বেশ কয়েকজন যুবক তাঁর গাড়ি ঘিরে ধরে কথা বলতে চান। সৌমিত্র খাঁ তাঁদের সঙ্গে কোনও কথা বলতে চাননি। সাংসদের সঙ্গে থাকা সিআইএসএফের সাহায্যে গাড়িতে চড়েই এলাকা ছেড়ে লাউগ্রামের উদ্যেশ্যে বেরিয়ে যান। বেরিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীরা বেশ কিছুটা সাংসদের গাড়িকে তাড়া করে নিয়ে যান। বিক্ষোভকারীদের দাবি, চাকরি দেওয়ার নাম করে সৌমিত্র খাঁ ২০১৫ সালে তাঁদের কাছে লক্ষ লক্ষ টাকা নেন। কিন্তু চাকরী মেলেনি। এদিন সেই টাকা ফেরত চাইতে গেলে সৌমিত্র খাঁ তাঁদের সাথে কথা বলা তো দুরস্থ তাঁদের ধমক দিয়ে সি আই এস এফ এর সাহায্য নিয়ে এলাকা ছেড়ে চলে যান।
আরও পড়ুন: দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণের পর নিখোঁজ মুর্শিদাবাদের কয়েকজন শ্রমিক
বিষয়টি নিয়ে সাংসদ সৌমিত্র খাঁ বলেন এলাকায় কাজ হচ্ছে তাই তৃনমূল বিক্ষোভ দেখাচ্ছে । কারা এই বিক্ষোভ দেখিয়েছেন তাঁদের তিনি চেনেন না বলেও দাবি করেছেন সাংসদ। সাংসদ চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।