হাবড়া: এসডিও, বিডিওদের এবার আরশোলা আর পিঁপড়ের মতো পিষে মারার হুঁশিয়ারি উত্তর ২৪ পরগনার গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের। হাবড়া ১ নম্বর ব্লকে বিজেপির বিডিও অফিস ঘেরাও কর্মসূচিতে বিডিওদের হুঁশিয়ারি দিয়ে স্থানীয় বিধায়ক এবং মতুয়া মহাসংঘের অন্যতম কর্তা সুব্রত ঠাকুর বলেন, অনুব্রত মণ্ডলের মতো সমস্ত দাওয়াই আপনাদের উপর প্রয়োগ করা হবে, হাসপাতালে পৌঁছানোর আগে চড়াম চড়াম গুড় বাতাসার জন্য প্রস্তুত থাকুন।
গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর এদিন আরও বলেন, এই পশ্চিমবঙ্গের জনগণ কিন্তু সব এই ব্রেনের ভিতরে স্টোর করে রাখছে। সুদ সমেত ফেরার জন্য, তা পাওয়ার জন্য প্রস্তুত থাকবেন। অন্যায়ের বিরুদ্ধে লড়াইকে আপনারা পায়ের নীচে পিষেছেন আরশোলার মতো। বিজেপি কর্মীদের বাড়ি ঘেরাওয়ের তৃণমূলী কর্মসূচি প্রসঙ্গে সুব্রত বলেন, এটা কোনও রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে? আমাদের কোনও কর্মীর গায়ে হাত পড়লে আমরা কিন্তু ছেড়ে কথা বলব না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপালে খুব দুর্ভোগ আছে। পিসি ভাইপো সকলকেই তিহারে যেতে হবে। কোনও উপায় নেই।
আরও পড়ুন: Sashi Panja | মণিপুরে ঘটনা নিয়ে উদ্বেগ শশী পাঁজা
এদিন ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তিনি সুব্রতর পাশেই দাঁড়িয়েছেন। সুকান্ত তৃণমূলের বিরুদ্ধে সাধারণ মানুষের মনে ব্যাপক ক্ষোভ তৈরী হয়েছে। সেই ক্ষোভের কথাই সুব্রতর মুখ দিয়ে বেরিয়েছে।