কলকাতা: কল্যাণী এইমস মামলায় ফের জিজ্ঞাসাবাদ বিজেপি বিধায়ককে। শুক্রবার চাকহের বিজেপি বিধায়ক বিক্রম ঘোষ ভবানী ভবনে হাজিরা দেন। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবদ করে সিআইডি। এর আগেও জাগুলিয়ায় বিক্রমের বাড়িতে হানা দেয় সিআইডি। সেখানেও তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে সিআইডির আধিকারিকেরা।
এর আগেও সিআইডির তদন্তকারী দল ওই বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছিল। এইমসে নিয়োগে দুর্নীতির অভিযোগে সিআইডি (CID) তদন্ত শুরু হয়েছিল চাকদহ বিধানসভার (Chakdah Assembly) বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের বিরুদ্ধে। তিনি তাঁর পুত্রবধূ অনসূয়া ঘোষকে (Anasuya Ghosh) প্রভাব খাটিয়ে নিয়োগ পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ। বাঁকুড়ার (Bankura) বিধায়ক নীলাদ্রিশেখর দানার (Niladrishekhar Dana) মেয়েকেও প্রভাব খাটিয়ে চাকরি (Job) পাইয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
আরও পড়ুন: Calcutta High Court | ভোটে মাত্র ৮ রাউন্ড গুলি চালায় শূন্যে, হলফনামায় দাবি বিএসএফ কর্তার
রাজ্যে এইমসে (AIIMS) নতুন সংযোজন হল এটি। নতুন করে ১০ শয্যা বিশিষ্ট নেশা মুক্তি চিকিৎসা কেন্দ্রের ইনডোর পরিষেবার উদ্বোধন হল। এদিন ভার্চুয়ালি এই পরিষেবার উদ্বোধন করেন কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় বিচারক ও ক্ষমতায়ন দফতরের কেন্দ্রীয় মন্ত্রী ড: বীরেন্দ্র কুমার (Virendra Kumar)। কল্যাণী এইএমস AIIMS সহ দেশের ২৫ টি এইমসে এর সূচনা হল আজ। এটি কেন্দ্রীয় সরকারের (Central Government) মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট দফতরের প্রকল্পের টাকায় পরিচালিত হবে।