কলকাতা: বাংলায় নির্বাচনী প্রচারে এসে যোগ্য চাকরিহারাদের জন্য লিগাল সেল খোলার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রধানমন্ত্রীর ঘোষণা মতো এবার যোগ্য এসএসসি (SSC) প্রার্থীদের পাশে দাঁড়াতে আইনি কমিটি গঠন করল বিজেপি (BJP)। এসএসসি যোগ্য চাকরিহারাদের আইনি সাহায্য দেওয়ার জন্যই এই কমিটি (BJP Legal Cell) তৈরি করা হয়েছে। ৬ আইনজীবীকে নিয়ে এই লিগ্যাল অ্যাসিস্টান্স কমিটি গঠন করা হয়েছে। যেকোনও যোগ্য চাকরিহারাদের আইনি সহায়তা দেবে এই কমিটি।
এই কমিটিতে আছেন আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায়, আইনজীবী সহশ্রাংশু ভট্টাচার্য, আইনজীবী সুকান্ত চক্রবর্তী, আইনজীবী তিলক মিত্র, আইনজীবী কৌস্তভ দাস ও আইনজীবী রাহুল সরকার। আগামী বুধবার থেকে যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য একটি পোর্টাল চালু করা হবে। প্রয়োজনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে যোগ্যদের পাশে থাকার আশ্বাস গেরুয়া শিবিরেরে।
আরও পড়ুন: ঝড় আসছে ৫০-৬০ কিমি বেগে, সঙ্গে বৃষ্টি!
যোগ্য চাকরিহারাদের জন্য বিজেপির লিগ্যাল সেল তৈরি প্রসঙ্গে, বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য জানিয়েছেন, একটি বিশেষ পোর্টাল আগামী বুধবার লঞ্চ করা হবে। এই পোর্টালে যে পরীক্ষার্থীরা নিয়োগ পেয়েছিলেন, যাঁদের চাকরি চলে গিয়েছে তাঁরা নাম রেজিস্ট্রার করতে পারেন। আমরা প্রয়োজনে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে গিয়ে যত প্রকার আইনি সহযোগিতা করার হয় করব। বিজেপির পক্ষ থেকে আইনি সহযোগিতার পাশাপাশি আর্থিক খরচও বহন করা হবে বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, পূর্ব বর্ধমানের জনসভা থেকে নরেন্দ্র মোদি বলেছিলেন, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Teacher Recruitment Scam) অনেক নির্দোষও আছেন, যাঁরা চাকরির যোগ্য। আমি বাংলার বিজেপির সভাপতিকে বলেছি ওই সমস্ত যোগ্যদের কীভাবে সাহায্য করা যায় দেখতে। একটা লিগাল সেল ও একটা সোশ্য়াল মিডিয়া প্ল্য়াটফর্ম তৈরি করতে বলেছি। প্রধানমন্ত্রীর সেই কথা মতোই এবার বুধবার চালু হতে চলেছে বিশেষ সেল।
আরও খবর দেখুন