পাঁশকুড়া: ভোটের প্রার্থী হওয়ার জন্য কয়েক লক্ষ টাকার প্রস্তাব। ধাপে ধাপে কয়েক লক্ষ টাকা দেওয়ার পরও আরও টাকা চাওয়ার অভিযোগ। শেষে পরাজিত বিজেপি প্রার্থীর বাড়ির গরু বাছুর বিক্রি করে প্রার্থী হওয়ার জন্য টাকা দিলেও চক্রান্তের শিকার। সে টাকা চাইতে গেলে বিজেপি নেতার হুমকি, পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের ওই পরাজিত বিজেপি প্রার্থীর।
পঞ্চায়েত ভোটে প্রার্থী হওয়ার জন্য দলের নেতার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পাঁশকুড়া থানায় অভিযোগ করল বিজেপির পরাজিত প্রার্থী রাজবিহারী রানার। পাঁশকুড়া থানার মাইশরা অঞ্চলের ওই বিজেপি নেতা রাজবিহারীর অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে তমলুক সাংগঠনিক জেলার বিজেপি নেতা জগদীশ প্রামাণিক প্রার্থী হওয়ার জন্য লক্ষ টাকা প্রস্তাব দেয়। আর সেই প্রস্তাবে রাজি হয়ে বিজেপি নেতা জগদীশকে লক্ষাধিক টাকা দেন রাজবিহারী। টাকার বিনিময়ে প্রার্থী হওয়া পর আরও টাকা চাওয়ার অভিযোগ ওঠে জগদীশের বিরুদ্ধে। টাকা না দিতে পারলে প্রার্থী পদ থাকবে না বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরে বাড়ির গরু-বাছুর বিক্রি করে সেই টাকা বিজেপি নেতার হাতে তুলে দেন বলে দাবি রাজবিহারীর। সমস্ত টাকা দেওয়ার পর তৃণমূলের সঙ্গে কৌশল করে হারিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। পরে ওই পরাজিত বিজেপি প্রার্থী টাকা চাইতে গেলে হুমকির শিকার হন বলে অভিযোগ। জেলা বিজেপি নেতাদের জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় পরে পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করেন। জেলা বিজেপি নেতা জগদীশের তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: CPM Meeting| পঞ্চায়েত ভোট ফলাফলের চুলচেরা বিশ্লেষণে, শুরু সিপিআইএম রাজ্য কমিটি বৈঠক
জেলা বিজেপি সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের জেলা কোষাধ্যক্ষ তথা পাঁশকুড়ার কনভেনার জগদীশ প্রামাণিককে কালীমালিপ্ত করার জন্য এহেনও অভিযোগ আনা হচ্ছে। এই অভিযোগ মিথ্যা। এ বিষয়ে রাজ্য নেতৃত্বদের জানানো হয়েছে। পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুজিত রায়ের কটাক্ষ, এটা বিজেপির অভ্যন্তরীন বিষয়। তবে বিজেপি লুটেদের পার্টি জানি। কিন্তু তাঁর দলের কর্মীদের কাছ থেকে যে লুট করে, তা আজ জানা গেল।