মেদিনীপুর: এসএসসির রায়ে এবার তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাওয়ের হুমকি বিজেপি প্রার্থী অগ্নিমিত্রার পালের। সোমবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ২০১৬ এসএসসির গোটা প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছে। এতে প্রায় ২৫ হাজার জনের চাকরি বাতিল হবে। পাশাপাশি তাঁদের বেতনের সব টাকা সুদ সহ ৪ সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। যা নিয়ে রাজ্য-রাজনীতিতে ফের নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। এবার এ নিয়ে তৃণমূল নেতা ও প্রতিনিধিদের বিরুদ্ধে কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। সোমবার বড়বাজারে জনসংযোগ কর্মসূচিতে এসেছিলেন এই বিজেপির প্রার্থী। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসএসসি রায়ের প্রতিক্রিয়া নিয়ে বলেন, যাঁদের চাকরি গিয়েছে, যাঁরা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তাঁদেরকে বলব যে যে তৃণমূল নেতাদের আপনার টাকা দিয়েছেন, তাঁদের বাড়ি ঘেরাও করুন। প্রয়োজনে থানায় থানায় গিয়ে সব নেতা ও প্রতিনিধির নামে অভিযোগ করুন।
এরই পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে বলেন, আমি চাইবো এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ইনভেস্টিকেশন করা উচিত। কারণ এসএসসির টাকা পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূল নেতা প্রতিনিধির হয়ে গিয়েছে কালীঘাটে। তাই মূল টাকার মালিক হল মুখ্যমন্ত্রী খোদ নিজে। আমি এটাই বলব, সিবিআই তদন্ত হলে এই মুখ্যমন্ত্রীকে ইনভেস্টিগেশনে বাদ যাবে মুখ্যমন্ত্রীর নাম। তাই নিয়েও তিনি তোপ দেগেছেন তিনি।
আরও পড়ুন: অভিষেক কি জঙ্গি টার্গেট, বাড়ির সামনে রেইকি মুম্বই হামলার ষড়যন্ত্রীর