কোচবিহার: পঞ্চায়েত ভোটর (Panchayat Election) হিংসায় আহতদের দেখতে ও মৃত পরিবারদের সঙ্গে দেখা করতে কোচবিহারে গেলেন বিজেপির ফ্যাক্ট ফান্ডিং কমিটির (Fact Finding Team) সদস্যরা। শুক্রবার ট্রেনে নিউ কোচবিহার স্টেশনে নামেন বর্তমান সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী রবি শংকর প্রসাদ (Ravi Shankar Prasad)। তাঁর সঙ্গে ছিলেন কমিটির অন্য সদস্যরাও। স্টেশন থেকে কোচবিহার শহরের এক হোটেলে ওঠেন তাঁরা। এরপর সেখান থেকে কোচবিহারের বেসরকারি হাসপাতালে আহতদের দেখতে যান।
প্রসঙ্গত, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ফলিমারী এলাকায় ভোটের দিন বিজেপির পোলিং মাধব বিশ্বাসের মৃত্যু হয়। মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করবে কেন্দ্রীয় সরকারের এই প্রতিনিধি দল। মৃত মাধব বিশ্বাসের পরিবারের সঙ্গে কথা বলবেন বর্তমান সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী রবি শংকর প্রসাদ সহ কমিটির অন্যান্য সদস্যরা।
আরও পড়ুন: Panchayat Election | পুড়ে ছাই তৃণমূলের পার্টি অফিস, অভিযোগের তির বিজেপির দিকে
পঞ্চায়েত ভোট ঘিরে যে সন্ত্রাস হয়েছে, তা ঘুরে দেখে রাজ্যপালের কাছে রিপোর্ট দিল বিজেপির তথ্যানুসন্ধান দল। বৃহস্পতিবার বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ রাজ্যপালের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের বলেন, “ কাল থেকে বিভিন্ন জেলায় ঘুরছি। সেখানে ভয়ানক চিত্র উঠে এসেছে। সেইসব ছবি রাজ্যপালের সামনে তুলে ধরেছি। ফলাফলের পর বিজেপি প্রাথীদের বাড়ি ভাংচুর থেকে মারধর করা হয়েছে। তাও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি বলে জানান তিনি।”
গতকাল মমতা বন্দ্যোপাধ্য়ায়কে আক্রমণ করে রবিশঙ্কর বলেন, এ কেমন পুলিশ, যেখানে গরিবদের মারা হচ্ছে। যেখানে বাচ্চাদেরও ছাড়া হচ্ছে না। কাল মমতার সাংবাদিক সম্মেলন শুনেছি। শুধু আক্ষেপ বা দুঃখপ্রকাশ করে লাভ নেই। যারা এমন কাজ করছে তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এর পর আজ কোচবিহারে গেল বিজেপির তথ্যানুসন্ধান দল।