ওয়েব ডেস্ক: জল আর দুধ আলাদা করতে নেমেছেন বিজেপির (BJP) কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল (Sunil Bansal)। তার জন্য পাচ সদস্যের কমিটি তৈরি হয়েছে যার মাথায় রাখা হয়েছে জলপাইগুড়ির প্রবাল রাহাকে (Prabal Raha)। এই কমিটির কাজ বুথে বুথে কমিটির (Booth Committee) কী হাল, কতগুলো বুথে কমিটি হয়নি, কতগুলো ভুয়ো নাম কমিটিতে আছে ইত্যাদি। কমিটির এক সদস্যর মতে “জল আর দুধ আলাদা করতে চাইছেন কেন্দ্রীয় নেতারা। তাদের তদন্তে বহু বুথে ভুয়ো নামে ছয়লাপ, তাই এই কমিটি।”
বুথে বুথে কমিটি তৈরি করার কেন্দ্রীয় নির্দেশ বহু দিনের। ১০ থেকে ১৫ জন বা তার বেশি এক একটি বুথে কমিটি নামের তালিকা কেন্দ্রীয় নেতৃত্বকে জমা দিতে হয়েছে। দেখা গেছে, অনেক বুথে তালিকার মধ্যে বহু ভুয়ো নাম রয়েছে। দিল্লি (Delhi) থেকে ফোন করে বিভিন্ন বুথে এমন চিত্র পেয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। নাম আছে অথচ সে বিজেপির কেউ না বা এমন নাম আছে যে জানেই না সে বুথ কমিটিতে আছে।
আরও পড়ুন: এ কী কাণ্ড বিকাশ ভবনে! দেখুন কী পরিস্থিতি?
এই জল আর দুধ পরিষ্কার করতে নেমেছেন কেন্দ্রীয় নেতারা। জানা গেছে, সুনীল বনসল সাংগঠনিক বৈঠক বলেছেন, এই রাজ্যের রিপোর্ট সারা দেশের রিপোর্টের মধ্যে খাতায় কলমে খুব ভালো। কিন্তু বাস্তবের সঙ্গে কোনও মিল নেই, প্রায় সবটাই ভুলে ভরা। তাই রাজের বিধানসভা নির্বাচনের আগে বুথ ধরে ধরে বুথ কমিটি থেকে জল বের করার নির্দেশ দিয়েছেন ।
জানা গেছে, এই কমিটি কেন্দ্রীয় পর্যবেক্ষকদের রিপোর্ট দেবে। প্রয়োজনে এই কমিটির সদস্যরা যে কোনও জেলায় যে কোনও বুথে যেতে পারবে। এই জন্য জেলা সভাপতির অনুমোদন লাগবে না বলে সূত্রে জানা গেছে। বিধানসভা নির্বাচনের আগে বুথ কমিটি থেকে কত জল বের করতে পারে বঙ্গ বিজেপি, সেটাই এখন দেখার।
দেখুন অন্য খবর: