বসিরহাট: পেশার তাগিদ সর্বাগ্রে! পঞ্চায়েত নির্বাচনে লড়ছেন গেরুয়া শিবিরের হয়ে। তবে রং-তুলির কাজে নিয়োজিত নিলয় দেওয়াল লিখছেন ঘাসফুল শিবিরের হয়ে। উত্তর ২৪ পরগনার বসিরহাটের ঘটনা।
বসিরহাট এক নম্বর ব্লকের সংগ্রামপুর শিবাটি গ্রাম পঞ্চায়েতের সংগ্রামপুরের ১৭ নম্বর বুথে বিজেপি প্রার্থী নিলয় চক্রবর্তী। একদিকে শিল্পী অন্যদিকে এবারের পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক ময়দানে নেমেছেন গ্রামে সভার বিজেপি প্রার্থী হয়ে। ওই বুথেরই তৃণমূল প্রার্থী সাধনা সরকার। তাঁর হয়েই দেওয়াল লিখনে ব্যস্ত নিলয়। নির্বাচন যতই এগিয়ে আসছে দেওয়াল লিখনের অভিনবত্ব ততই বাড়িয়ে তুলেছেন তিনি। একদিকে, ছোট্ট ছেলে শুভকে নিয়ে নিজেই নিজের দলের পতাকা লাগিয়ে বেড়াচ্ছেন নিলয়। অন্যদিকে নিজের বিরোধী দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দেয়াল লিখে বেড়াচ্ছেন।
আরও পড়ুন: Panchayat Election 2023 | মেদিনীপুরের মাতকাতপুরে ভোটে পাট্টাই হাতিয়ার তৃণমূলের
নিলয়ের সঙ্গে কথা বলে জানা যায়, তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখনের বরাত পেয়েছেন তিনি। তিনি বলেন, আমি একজন শিল্পী আমার জীবনে আমার জন্য আগে আমার পেশা। রাজনৈতিক সৌজন্যবোধের মধ্য দিয়ে এখানে শিল্পীর শিল্প কলা ফুটিয়ে তুলতে আমি নেমেছি। লড়াই হবে ভোটের দিন রাজনৈতিক ময়দানে সেটা সম্পূর্ণ আলাদা।
অন্যদিকে তৃণমূল প্রার্থী, নমিতা সরকার বলেন আমরা উন্নয়নের পক্ষে। ভোটের রাজনীতির ময়দানে। তাছাড়া এখানে আর কোনও রাজনৈতিক দ্বন্দ্ব নেই। আমরা এক জায়গায় বসবাস করি। এক জায়গায় বসে চায়ের দোকানে আমরা চা খাই গল্প করি এখানে একে অপরের মধ্যে সৌজন্যবোধ আছে