চাকদহ: বিজেপি প্রার্থী হওয়ার অপরাধে মার খেয়ে গুরুতর আহত দুই মহিলা সহ পাঁচজন। গুরুতর আহত হয়ে কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন প্রত্যেকে। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রতিবাদে চাকদাহ থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের। নদিয়ার চাকদহর রাউতাড়ী এলাকায় এই ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, বুধবার নদিয়ার চাকদহ রাউতাড়ীতে বিজেপি কর্মীরা প্রচার করছিলেন। সেই সময় কয়েকটি ভ্যান নিয়ে আচমকা হামলা করে ১৫ জন দুষ্কৃতী। বাস,লাঠি নিয়ে তাঁদের উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ। এর জেরে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে প্রথমে চাকদহ হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে কল্যণী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গতকালই এর প্রতিবাদে বিজেপি কর্মী ও সমর্থকেরা এবং চাকদহ বিধায়ক বঙ্কিম ঘোষ থানা ঘেরাও কর্মসূচি নেন। ঘণ্টাখানেক ধরে চলে অবরোধ।
আরও পড়ুন: Panchayat Election | বিজেপি প্রার্থীর স্বামীর রহস্যজনক মৃত্যু, কাঠগড়ায় তৃণমূল
বিজেপি বিধায়ক বলেন, এতদিন পর্যন্ত প্রচার শান্তিতেই চলছিল। এদিন হঠাৎ করে তাঁদের প্রার্থী সহ কার্যকর্তাদের উপর হামলা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা। যদিও এ বিষয়ে তৃমমূলের তরফে কোনও অভিযোগ পাওয়া যায়নি।
উল্লেখ্য,পঞ্চায়েত ভোটের প্রাক্কাল থেকেই রাজ্যজুড়ে অশান্তি ছড়িয়েছে। গত কয়েকদিনে রাজ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। প্রথম থেকেই হিংসার ঘটনায় সরব হন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি একাধিকবার জানিয়েছেন, কোনও ভাবে রাজ্যে হিংসা বরদাস্ত নয়। তিনি বলেন, রক্তের হোলি খেলা বন্ধ হওয়া দরকার। মানুষের রক্ত দিয়ে রাজনৈতিক হোলি খেলা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এলাকায় গিয়ে আমি পরিস্থিতি দেখেছি। কারা অশান্তির পিছনে, এর তথ্য আমার কাছে রয়েছে। হিংসার যে আগুন রাজ্যের জেলায় জেলায় ছড়িয়েছে, সেই দুঃখজনক অধ্যায় শেষ হওয়া উচিত। কে হিংসা ছড়াচ্ছে, তা আমার কাছে বড় কথা নয়। হিংসায় সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, এটাই বড় কথা।