বর্ধমান: রবিবার নির্বাচনী প্রচারে বেরিয়ে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের ব্লক সভাপতিকে টেররিস্ট আখ্যা দিলেন বিষ্ণুপুর লোকসভা (Bishnupur Lok Sabha) কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ (Saumitra Khan)। পাল্টা প্রতিক্রিয়া দিলেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল-কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম। এদিন পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের শাঁখারি ১ গ্রাম পঞ্চায়েতের পলেমপুর এলাকা নির্বাচনী প্রসারে বেরিয়েছিলেন সৌমিত্র। প্রচারে বেরিয়ে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান। মানুষ মোদিজিকে চাইছে, বিজেপিকে চাইছে বলে দাবি করেন তিনি।
বিষ্ণুপুর লোকসভা থেকে নিজের জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী সৌমিত্র। আগামী দিনে আরও কাজ করতে হবে বলে জানান তিনি। অন্যদিকে হিন্দু মন্দিরে চামড়ার বেল্ট পরে যাওয়ার কারণে সৌমিত্রর বিরুদ্ধে হিন্দু ধর্মকে কলঙ্কিত করার অভিযোগ এনেছেন একই লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা সৌমিত্রর প্রাক্তন স্ত্রী সুজাতা মন্ডল। সেক্ষেত্রে নিজের ভুল স্বীকার করেছেন সৌমিত্র। চামড়ার বেল্ট পরে মন্দিরে যাওয়া উচিত নয় বলে মনে করেন তিনি। তবে যারা হিন্দু ধর্মকে কলঙ্কিত করার অভিযোগ তুলেছেন তাদের মত নামাজ কিংবা জয় শ্রীরাম ধ্বনিকে গালাগালি বলার মত কাজ তারা করেনা বরং অন্য ধর্মকে সম্মান দেন বলে জানান সৌমিত্র।
আরও পড়ুন: গৃহ সম্পর্ক অভিযানে বীরভূমের বিজেপি প্রার্থী দেবতনু
আগামী লোকসভা নির্বাচনের আগে এই রাজ্যের বিভিন্ন জায়গায় বোমা-গুলি-বারুদ উদ্ধার হওয়ার ঘটনা প্রসঙ্গে সৌমিত্র জানান, সারা রাজ্যের মত খণ্ডঘোষের উখরিদ সহ বিভিন্ন এলাকায় সনাতনী হিন্দু মহিলাদের উপর আক্রমণ করা হচ্ছে। বোমা পাওয়া যাওয়ার বিষয়টিকে পশ্চিমবঙ্গের শিল্প বলে উল্লেখ করেন তিনি। নাম না করলেও খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম (Aparthiba Islam)-কে পুরোপুরি টেররিস্ট আখ্যা দেন তিনি। সৌমিত্র খাঁর পাল্টা জবাব দিয়েছেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের (TMC) সভাপতি অপার্থিব ইসলাম। তাঁর মন্তব্য, বাক স্বাধীনতা দেওয়া হয়েছে বলে বিজেপি (BJP) বোমাবারুদ রেখে শুটিং করছে। কোনও জায়গাতেই জিততে পারবে না বলে ভয় খেয়ে গেছে তারা। সারা ভারতে ১০০ পেরোতে পারবে না বিজেপি উল্লেখ করেছেন অপার্থিব। পাশাপাশি সন্দেশখালীর ঘটনাকে সাজানো ঘটনা বলে উল্লেখ করেন তিনি।
আরও খবর দেখুন