মহম্মদবাজার: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ যেন থামছেই না। বিজেপির প্রার্থীর স্বামীকে খুন করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদবাজার থানার হিংল গ্রাম পঞ্চায়েতের সারেণ্ডা গ্রাম এলাকায়। মৃত বিজেপি প্রার্থীর স্বামীর নাম দিলীপ মাহারা। তাঁর স্ত্রী ছবি মাহারা হিংল গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর সংসদের বিজেপির প্রার্থী। এদিন সকালে পরিত্যক্ত অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহের পাশ থেকে একটি গুলি উদ্ধার হয়েছে বলে দাবি এলাকার বাসিন্দাদের।
পরিবারের অভিযোগ, মৃতের গলায় কালসিটে দাগ রয়েছে। তাঁকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। মৃতের পরিবার ও বিজেপি নেতৃত্বের দাবি, দিলিপকে খুনে এলাকার তৃণমুলের এক নেতার হাত রয়েছে। তাই কেন্দ্রীয় তদন্তকারি সংস্থাকে দিয়ে খুনের তদন্ত করতে হবে দাবি জানান তাঁরা। যদিও এ বিষয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: Panchayat Election | বোমা বাঁধতে গিয়ে উড়ল হাত, ভোটপর্বে বেলডাঙায় মৃত ১
পঞ্চায়েত নির্বাচনের একদিন আগে আজকের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভোট পর্বে এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু হল। এই পরিস্থিতিতে নির্বাচনের দিন সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।