কলকাতা: টাকা দিয়ে প্রার্থী হয়েছিলেন এবং পরাজয়ের পর হুমকির শিকার পাঁশকুড়ার 9Panshkura) পরাজিত বিজেপি (BJP) প্রার্থী নেতা রাজবিহারী রানা। তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে বলেই দাবি। বাড়ির গরু বাছুর বিক্রি করে দেওয়া ধাপে ধাপে টাকা দেওয়ার পরেও তাঁকে হুমকি দেওয়া হয় বলেই অভিযোগ দায়েন করেন তিনি।
এদিন পাঁশকুড়া থানায় বিজেপি প্রার্থী নেতা রাজবিহারী রানা অভিযোগ দায়ের করেন বলেন, পঞ্চায়েত ভোটের আগে তমলুক সাংগঠনিক জেলার বিজেপি নেতা জগদীশ প্রামানিক তাঁকে প্রার্থী হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকার প্রস্তাব দেন। আর সেই প্রস্তাবে রাজিও হয়ে যান বিজেপি নেতা রাজবিহারী রানা। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে হেরে যান তিনি। তারপরেই শুরু হয় হুমকি। রাজবিহারী রানা বলেন , জেলা শাসকের মনে হয়েছে তিনি তৃণমূলের সঙ্গে কৌশল করে পঞ্চায়েত ভোটে হেরেছেন। তাই তাঁর পরাজয়ের পর আরও টাকা চাইতে থাকে বিজেপি নেতার জগদীশ প্রামানিক। এমনকি, টাকা দিতে না পড়লে পদ ছিনিয়ে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় তাঁকে। তার পরেই গরু বাছুর বিক্রি করে দে টাকা তিনি জেলা বিজেপি নেতাকে হাতে তুলে দেয় বলেই জানিয়েছেন।
আরও পড়ুন: Talk On facts | Snake Garden | গাছে কিলবিল করছে সাপ, নেই কোনও ফুল-ফলও, যাবেন নাকি এই বাগানে?
রাজবিহারী রানা বলেন, এই বিষয়টি জেলা বিজেপি নেতাদের জানিয়েও কোনও সূরাহা হয়নি। তাই পরে পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করেন। জেলা বিজেপি সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের জেলা কোষাধ্যক্ষ তথা পাঁশকুড়ার কনভেনার জগদীশ প্রামাণিককে কালীমালিপ্ত করার জন্য এহেনও অভিযোগ। এ অভিযোগ সর্বৈব মিথ্যা। পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুজিত রায়, কটাক্ষ করে বলেন এটা বিজেপির আভ্যন্তরী বিষয়। তবে বিজেপি লুটেদের পার্টি জানি কিন্তু তার দলের কর্মীদের কাছ থেকে যে লুট করে তা আজ জানা হল।