দাঁতন: বিজেপির প্রার্থী সহ তাঁর সহযোগীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সেই ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজ। সোশ্যাল মিডিয়ায় সেই সিসিটিভি ফুটেজের ভিডিয়ো ভাইরাল হতেই তোলপার নেটদুনিয়ায়। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল। এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বুধবার ঘটনাটি ঘটেছে, দাঁতন দু’নম্বর ব্লকের তিন নম্বর তুরকা গ্রাম পঞ্চায়েত এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়ছে, দাঁতন দু’নম্বর ব্লকের তিন নম্বর তুরকা গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রার্থী তারাপদ মাইতি ও তাঁর সহযোগী প্রকাশ বেরাকে তুলে নিয়ে গিয়ে দলীয় কার্যালয়ের মারধর করা হয়েছে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। সেই মারধরের ঘটনা সিসিটিভি ফুটেজ ধরা পড়েছে। এমনকী সোশ্য়াল মিডিয়ায় ওই ভিডিয়ো ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, এদিন দুপুরে বেলদা থানার সাবড়া এলাকাতে তারাপদ ও তাঁর সহযোগী প্রকাশকে বিডিও অফিস যাওয়ার পথে তাঁদের আটকানো হয়। অভিযোগ, সাবড়াতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা জোরপূর্বক তাঁর মোটরবাইক আটকে তাঁকে ও তার সহযোগীকে মারধর করে। ঘটনায় আহত হন তারাপদ ও প্রকাশ। গুরুতর আহত অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দাঁতন গ্রামীণ হাসপাতালে। আর এদিকে ওই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ওই বিজেপি প্রার্তীতর দাবি, তিনি যখন সাবেরা এলাকা দিয়ে মোটরবাইকে করে যাচ্ছিলেন তখন তাঁকে জোর করে পার্টি অফিসে নিয়ে গিয়ে মারধর করে। এমনকী তাঁর হাতে একটি বারুদের ব্যাগ তুলে দিয়ে ছবি তোলার চেষ্টা করে তৃণমূলের কর্মীরা বলে অভিযোগ।
এ বিষয়ে দাঁতন ২ ব্লক তৃণমূলের সভাপতি শেখ ইফতেখার আলি জানান, প্রথমে বিজেপি কর্মীরা আমাদেরই পঞ্চায়েতের এক প্রার্থী ও তাঁর বাড়িতে চড়াও হয়ে মারধর করে। আর তার প্রতিবাদ জানাতে গেলে আমাদের ছেলেরা ওই বিজেপির প্রার্থী ও তাঁর সহযোগীর উপর চড়াও হয়। আমি দুটি ঘটনারই নিন্দা করছি। পুলিশকে উপযুক্ত তদন্ত করে দোষীদের শাস্তির দাবি করছি।