কলকাতা: জাতীয় পতাকার (National Flag) প্রতি অবমাননাকর আচরণের অভিযোগ। বিজেপির সাংসদের (BJP MP) বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ দায়ের করলেন খোদ বিজেপি নেতাই (BJP Leader)। দেশের ৭৭ তম স্বাধীনতা দিবসে (Independence Day 2023) জুতো পরে জাতীয় পতাকা উত্তোলন করায় বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেন্দ্র সিং অহলুওয়ালিরার (SS Ahluwalia)বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল বর্ধমান থানায়। শুক্রবার বর্ধমান সনাতন সংহতি দক্ষিণ বিধানসভার আহ্বায়ক ইন্দ্রনীল গোস্বামী এই অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।
বিজেপি নেতা ইন্দ্রনীল গোস্বামীর অভিযোগ, ১৫ অগাস্ট বর্ধমান স্টেশনের সামনে উঁচু স্তম্ভে জুতো পরেই দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন বিজেপি সাংসদ। এই ঘটনা জাতীয় পতাকাকে অপমান করার সামিল। একজনের সাংসদ এটা করতে পারেন না বলে জানান তিনি। এই ঘটনায় সাধারণ মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে। তাই সাংসদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়েছেন অভিযোগকারী।
আরও পড়ুন:টাকা দিয়ে চাকরি, ৪ শিক্ষকের জামিন মিলল আলিপুর আদালতে
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী ইন্দ্রনীল গোস্বামী বর্ধমান শহরে বিজেপি নেতা হিসেবেই পরিচিত। বিজেপি করার অপরাধে অতীতেও তাঁর উপর হামলার ঘটনা ঘটেছে বলেও জানা গিয়েছে। এই অবস্থায় খোদ বিজেপি সাংসদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হওয়ার শহর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও এব্যাপারে সাংসদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।