বীরভূম: ভোট পরবর্তী পর্যায়ে রাজনৈতিক সংঘর্ষে (political conflict) উত্তপ্ত হয়ে উঠল মহম্মদ বাজার (Mohammad Bazar)। জানা গিয়েছে মহম্মদ বাজার থানার ভূতুরা গ্রাম পঞ্চায়েতের ভেজিনা গ্রামে তৃণমূল সিপিএমের সংঘর্ষ বাঁধে। ঘটনায় তৃণমূল সিপিএম সংঘর্ষে আহত তিনজন। ঘটনাস্থলে মহম্মদ বাজার থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
এই সংঘর্ষে তৃণমূলের বেশ কয়েকটি বাড়ি ও গাড়ি ভাঙচুরের ও অভিযোগ সিপিএমের বিরুদ্ধে। ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বীরভূমের মহম্মদ বাজার ব্লক এর ভূতুরা গ্রাম পঞ্চায়েতে ভালো ফল করে সিপিএম। তারপরই ভেজিনা গ্রামে তৃণমূল সিপিএম সমপরিমাণ ক্ষমতায় থাকে। সিপিএমের এক সমর্থক টোটোতে রোগী নিয়ে যাচ্ছিল। অভিযোগ, তৃণমূলের কিছু লোকজন মারধর করে। পাল্টা সিপিএমের লোকজন গিয়ে ভেজিনা গ্রাম হামলা চালায়। তৃণমূলের বাড়ি ভাঙচুরের অভিযোগ সিপিএমের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করে সিপিএমের। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ব্যাপক উত্তেজনা গ্রাম জুড়ে।
আরও পড়ুন: বৃহস্পতিবারই আল্ট্রা সাউন্ড করানো হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর
বীরভূম এবারের পঞ্চায়েত ভোট থেকেছে অনুব্রত হীন। এবারও জেলায় আধিপত্য বজায় থাকবে তৃণমূল কংগ্রেসেরই। ভোটের দিন ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে ছিল বীরভূমের বিভিন্ন এলাকা। কখনও গোষ্ঠী সংঘর্ষ তো আবার কখনও রাজনৈতিক সংঘর্ষ বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠেছিল। বীরভূম জেলার ১৪টি বুথে অনুষ্ঠিত হয় পুনর্নির্বাচন। সিউড়ি-১, খয়রাশোল, ময়ূরেশ্বর-১, ময়ূরেশ্বর-২, দুবরাজপুর, মুরারই-১ এলাকার বুথে ফের ভোটগ্রহণ হয়। নির্বাচন শেষ হলেও এখনও ভোট পরবর্তী হিংসা অব্যাহত।