নদিয়া: রানাঘাট (Ranaghat) উত্তরপশ্চিমের বিজেপি (BJP) বিধায়কের প্রচেষ্টায় শহরের বাসিন্দা, বিভিন্ন ক্লাব ও বিশিষ্ট ব্যক্তিদের জন্য আয়োজিত হয়েছে সম্বর্ধনা অনুষ্ঠান। একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে বিজয়া সম্মেলনী, যা রানাঘাট চিলড্রেনস পার্ক ময়দানে সম্পন্ন হচ্ছে (District News)।
সন্ধ্যায় শুরু হওয়া অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম। স্থানীয় সাংস্কৃতিক দলগুলোর পরিবেশনা, নৃত্য ও সঙ্গীত মঞ্চে প্রাণবন্ত পরিবেশ তৈরি করেছে। অনুষ্ঠানটি শুধু সম্বর্ধনা নয়, সমবায় ও সামাজিক ঐক্যের প্রতীক হিসেবেও ধরা হচ্ছে।
আরও পড়ুন: রানাঘাটে তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্বে আকাশ দাস, দায়িত্ব পেয়ে কী বললেন তিনি?
বিভিন্ন ক্লাব ও সমাজসেবামূলক সংগঠনগুলি অংশগ্রহণ করে অনুষ্ঠানকে আরও জমকালো করেছে। সাধারণ মানুষও উপস্থিত থেকে সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আনন্দ উপভোগ করেছেন।
স্থানীয়দের বক্তব্য, এই ধরনের উদ্যোগ রানাঘাটে সামাজিক বন্ধনকে দৃঢ় করে এবং যুব সমাজকে সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রাখে। সাংস্কৃতিক পরিবেশনা ও সম্বর্ধনার মাধ্যমে শহরের মানুষ একটি মিলিত উদযাপনের অংশ হয়ে উঠেছেন।
উল্লেখযোগ্য, এই সম্মেলনী ও সম্বর্ধনা অনুষ্ঠান একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে যেখানে স্থানীয় নেতা, ক্লাব ও সাধারণ মানুষ একত্রিত হয়ে শহরের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানটির মূল লক্ষ্য মানুষের মধ্যে ঐক্যবদ্ধতা বৃদ্ধি ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করা।
দেখুন আরও খবর: