কর্মসংস্থানের লড়াইয়ে ভারতের অনেক রাজ্যকেই পিছনে ফেলে দিল বাংলা। সম্প্রতি এমনই তথ্য দিল অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন সংস্থা। ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট পড়ানো হয় যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে, তাদের নিয়ামক সংস্থা হল এই অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। সম্প্রতি এই সংস্থার তরফে একটি সমীক্ষা চালানো হয়। সেই সমীক্ষা অনুযায়ী, ২০১৯-২০ সালে যাঁরা ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন, তাঁদের প্লেসমেন্ট বা কর্মসংস্থানের দেওয়ার ক্ষেত্রে এগিয়ে রাজ্য। সমীক্ষায় দেখা গেছে, পশ্চিমবঙ্গে প্রায় ৫০% পড়ুয়াকে পাশ করার পর চাকরি দেওয়া হয়েছে। এরপর বাকি থাকল গুজরাট, কর্নাটক, কেরল, ওড়িশা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট। এর মধ্যে বিজেপিশাসিত রাজ্য গুজরাট, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে কর্মসংস্থানের হার বঙ্গের তুলনায় অনেক কম। সমীক্ষার রিপোর্ট বলছে, উত্তরপ্রদেশে কর্মসংস্থানের হার ৩৫ % এবং গুজরাটে সেই হার ২৮%। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন সংস্থার বিচারে কর্মসংস্থানের যে তালিকা দেওয়া হয়েছে, তাতে তৃতীয় স্থানে আছে পশ্চিমবঙ্গ। এই তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে আছে যথাক্রমে তামিলনাড়ু ও দিল্লি।