ওয়েব ডেস্ক: মাউন্ট এভারেস্ট (Mount Everest) জয় করতে গিয়েছিলেন রানাঘাটের সুব্রত ঘোষ। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয় করেও ফেলেন তিনি। কিন্তু বাড়ি আর ফেরা হল না তাঁর, পর্বতপ্রেমী মানুষটি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পাহাড়ের কোলেই। এভারেস্ট জয় করে ফেরার পথে নিখোঁজ হয়ে যান সুব্রত। প্রায় ১৭ ঘণ্টা ধরে নিখোঁজ থাকার পরে হিলারি স্টেপের (Hilary Step) কাছে তাঁর দেহ উদ্ধার হয়।
বাঙালি পর্বতারোহীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ‘স্নোয়ি হরাইজন’ ট্রেক সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বোধরাজ ভান্ডারি। বৃহস্পতিবার মাউন্ট এভারেস্ট সামিট পয়েন্টের খুব কাছেই হিলারি স্টেপ সংলগ্ন অংশ থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়। সুব্রত ঘোষের সঙ্গে ছিলেন আরও এক বাঙালি পর্বতারোহী রুম্পা দাস। এই মুহূর্তে তিনিও অসুস্থ, ক্যাম্প ৪-এ অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।
আরও পড়ুন: প্রবল গতিতে ধেয়ে আসছে কালবৈশাখী, তাণ্ডব হবে কোন কোন জেলায়?
৪৫ বছরের সুব্রত ঘোষ রানাঘাটের (Ranaghat) তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পেশায় স্কুল শিক্ষক সুব্রত বাগদা, কাপাসাটি মিলনবিথী হাইস্কুলের শিক্ষক। এভারেস্ট জয়ী মৃত সুব্রতর দেহ ফিরিয়ে আনার জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন পর্বতারোহীর বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানালেন রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়।
দেখুন অন্য খবর: