কলকাতাঃ বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। আর যেকোনো উৎসবের সময় অগ্নিমূল্য থাকে বাজারদর। জামাইষষ্ঠী থেকে শুরু করে পুজোর মরশুম আমজনতার পকেট পুড়ে অগ্নিমূল্য বাজারদরের (Bazar) জেরে। দুর্গাপুজো (Durgapuja), কালীপুজোর (Kalipuja) পর এবার ভাইফোঁটার (Bhaidooj) পালা।
আগামিকাল ভাইফোঁটা, আর তার আগে কলকাতা থেকে শুরু করে জেলা, বাজারদর অগ্নিমূল্য। জিনিসের দাম অতিরিক্ত হওয়ার দরুন পকেটে ছেঁকা খাচ্ছেন জনসাধারণ।
আরও পড়ুন : আরজি কর ইস্যু নিয়ে অবশেষে ‘নীরবতা’ ভাঙলেন টলিউডের ‘খোকা’, কী বললেন তিনি?
কোন সবজির দাম কতয় দাঁড়াল দেখে নেওয়া যাক একনজরে:
ভাইফোঁটা উপলক্ষে চন্দ্রমুখী আলুর দাম গিয়ে দাঁড়িয়েছে ৩৬ টাকা কেজিতে। জ্যোতি আলুর দাম ৩০-৩২ টাকা। বেগুনের দাম ১৫০-১৭০ টাকা, পটল ৮০ টাকা, এবং কাঁচালঙ্কা বিক্রি হচ্ছে ২০০-২৫০ টাকায়। এমনকি, টম্যাটোর দামও বেড়ে দাঁড়িয়েছে ১০০-১২০ টাকায়।
শুধুমাত্র, সবজির দামই নয় ভাইফোঁটা উপলক্ষে দাম বেড়েছে মাছ-মাংসেরও। বাজারে এক কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১২০০-১৫০০ টাকা, এবং দেড় কেজি ইলিশের দাম প্রায় ১৮০০ টাকা। পাবদা মাছের দাম ৫০০-৬০০ টাকা। ভেটকির দাম ৫০০-৫৫০ টাকা, এবং মুরগির মাংস ২৫০ টাকা প্রতি কেজি। খাসির মাংসের দাম ছুঁয়েছে প্রতি কেজি এক হাজার টাকার কাছাকাছি।
অন্য খবর দেখুন
The post ভাইফোঁটার আগে অগ্নিমূল্য বাজারদর! আমজনতার পকেটে ছেঁকা first appeared on KolkataTV.
The post ভাইফোঁটার আগে অগ্নিমূল্য বাজারদর! আমজনতার পকেটে ছেঁকা appeared first on KolkataTV.