বাসন্তী: বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে (TMC Inner Clash) স্থগিত পঞ্চায়েতের বোর্ড গঠন। সমস্যায় এলাকার মানুষজন। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বোর্ড (Panchayat) গঠন স্থগিত রয়েছে। যাঁর পিছনে রয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করেছে বিজেপির (BJP)। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
বাসন্তী ব্লকে ১৩টি গ্রাম পঞ্চায়েত এলাকা। তাঁর মধ্যে ১২টি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হলেও এখনও পর্যন্ত কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হয়নি। কার্যত ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান কোন পক্ষের থেকে হবে, তা নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার। বৃহস্পতিবার স্থগিত হয়ে যায় গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন। এবারের পঞ্চায়েত নির্বাচনে কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভার মোট আসন ছিল ২৬টি। তার মধ্য়ে তৃণমূল পায় ১৮টি আসন। আর নির্দল ৮টি আসনে জয়লাভ করে। তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত বোর্ড গঠন সম্ভব হয়নি।
আরও পড়ুন: রাজ্যের মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর
স্থানীয় সূত্রে খবর, কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দখলে থাকা ১৮টি আসনের মধ্যে যুব তৃণমূল নেতা আমান লস্করের অনুগামী ৬ জন পঞ্চায়েত সদস্য অপরদিকে মূল তৃণমূলের নেতা রাজা গাজির দিকে রয়েছে ১২জন সদস্য। আবার ৮ জন নির্দল পঞ্চায়েত সদস্য রাজা গাজির দিকে থাকা সদস্যদের দিকে সমর্থন করছে। কিন্তু এই পঞ্চায়েতের প্রধান কার অনুগামী হবে সেই নিয়ে কোন্দলে জড়িয়েছে তৃণমূল। জয়ী পঞ্চায়েত সদস্য রেজাউল গায়েনের অভিযোগ, আমান লস্কর তাঁর নিজের স্ত্রী তথা গত দু’বারের প্রধান বুলা নাসরিনকে প্রধান করতে চায়। কিন্তু তাঁরা বুলা নাসরিনকে প্রধান হিসাবে মানতে চান না বলে ইচ্ছে করে এলাকায় অশান্তি করছে। তাই বোর্ড গঠন স্থগিত রয়েছে।
একই অভিযোগ নির্দল পঞ্চায়েত সদস্যা নাজিমা সর্দারের। যদিও তৃণমূল নেতা আমান লস্কর তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। জয়নগর সাংগঠনিক জেলার বিজেপি মুখপাত্র সঞ্জয় নায়েক বলেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে আজ পঞ্চায়েতের বোর্ড গঠন স্থগিত রয়েছে। যাঁর ফলে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ।