কলকাতা: চলছে শীতকাল। পাশাপাশি নতুন বছরে উৎসবের আবহ। প্রত্যেক বছরের মত এবছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ থেকে অনুষ্ঠিত হতে চলেছে বাংলা সঙ্গীত মেলা ২০২৪-২৫। আজ ২ জানুয়ারি ২০২৫ থেকে শুরু হবে সঙ্গীত মেলা চলবে ৮ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। সঙ্গীত মেলা আয়োজন করা হয় রবীন্দ্র সদন চত্বরে। প্রতিদিন দুপুর ২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত রবিন্দ্র সদন চত্বরে চলবে সঙ্গীত মেলা অনুষ্ঠান।
আরও পড়ুন: নতুন বছরেও জামিন হল না চিন্ময়কৃষ্ণের, জেলেই হিন্দু সন্ন্যাসী
২ জানুয়ারি ২০২৫ থেকে রবীন্দ্র সদন, মোহর কুঞ্জ, শিশির মঞ্চ, একতারা মুক্তমঞ্চ, হেদুয়া পার্ক, মহাজাতি সদন, রাজ্য সঙ্গীত একাডেমি, মধুসূদন মঞ্চ, নেতাজি নগরের ঋষি অরবিন্দ পার্ক এবং দেশপ্রিয়া পার্কে অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হবে। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা অবধি চলবে এই অনুষ্ঠান।
সপ্তাহব্যাপী চলবে সঙ্গীত মেলা। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে ৩ হাজারের বেশি গায়ক ও সঙ্গীতশিল্পী। এক সপ্তাহ ধরে কলকাতার বুকে চর্চা হবে বাংলা গানের। নিজেদের সংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরা হবে এর দ্বারা।
দেখুন অন্য খবর
The post আজ থেকে শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা ২০২৪-২৫ first appeared on KolkataTV.
The post আজ থেকে শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা ২০২৪-২৫ appeared first on KolkataTV.