হাওড়া: বাগনানে ব্যালট লুঠের অভিযোগ। সূত্রের খবর এদিন বেলা গড়াতেই দুস্কৃতীরা বুথের সিসিটিভি ক্যামেরা চাপা দিয়ে ব্যালট লুঠ করে। স্থানীয়রা সেক্টর অফিসার আব্দুল আলিম লস্করকে বার বার অভিযোগ জানানোর সত্ত্বেও তিনি কোনও পদক্ষেপ নেননি। হাওড়ার জগৎবল্লভপুর এক নম্বর শঙ্করহাটি গ্রামপঞ্চায়েত ২০৭ নাম্বর বুথে ব্যালট বাক্স ছিনতাই করে জলে ফেলল এক দল দুষ্কৃতী | অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। পরে ব্যালট বাক্স উদ্ধার করে ভোটগ্রহণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
জগৎবল্লভপুর এক নম্বর শঙ্করহাটিতে ব্যালট বাক্স লুঠের ঘটনাকে কেন্দ্র করে আইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষ বাধে। পুকুরে ব্যালট বাক্স ফেলার অভিযোগও উঠেছে। ব্যালট বাক্স নিয়ে পালাতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর হাতে ধরা পড়ে যান অভিযুক্তরা। হাওড়ার ডোমজুড়ে বুথে ঢুকে জল ফেলে দেওয়া হল ব্যালট বাক্সে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদি অভিযোগ অস্বীকার শাসকদলের।
আরও পড়ুন: Panchayat Election 2023 | ভোট দিতে গিয়ে গুলিবিদ্ধ তিন ভোটার
ভোটের শেষ লগ্নে ফের উত্তপ্ত বাংলা। ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছনোর কথা ছিল। যদিও ভোটের দিন সকাল পর্যন্ত সব বাহিনী এসে পৌঁছেছে কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। অভিযোগ উঠছে রাজ্যে বেশ কয়েকটি বুথে কেন্দ্রীয় বাহিনীর দেখা মেলেনি। কোথাও আবার দুজন সিভিক ভলান্টিয়ের দিয়ে চলছে ভোট গ্রহণ। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিভিন্ন এলাকায় বিক্ষোভও দেখা গিয়েছে। বিকেলের সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের তরফ থেকে মন্ত্রী শশী পাজাঁ জানান, রাজ্যে ৬১ হাজারের বেশি বুথ রয়েছে তার মধ্যে সব মিলিয়ে ৬০ টা বুথে ছোট বড় মাঝারি মিলিয়ে অশানিতির খবর উঠে অসেছে। এদিন হিংসায়. রাজ্যে র্কায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এই প্রসঙ্গে মন্ত্রী বলেন, যে কোনও মৃত্যুই দুঃখজনক। বিকেল ৫টা পর্যন্ত ভোটের হার ৬৬.২৮ শতাংশ, জানাল রাজ্য নির্বাচন কমিশন। বিরোধীদের অভিযোগ সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করতে কার্যত ব্যর্থ কমিশন।