আলিপুরদুয়ার: পাঁচ বছরেরও বেশি সময় ধরে বেহাল অবস্থা সড়কের (Bad Road Condition), যার জেরে প্রতিদিনই ঘটে দুর্ঘটনা। আলিপুরদুয়ারের (Alipurduar ) কালচিনি ব্লকের দক্ষিণ সাতালি এলাকার ঘটনা। দক্ষিণ সাতালি এলাকা থেকে ৩১ নং জাতীয় সড়কের সংযোগকারী সড়কের কঙ্কালসার দশা। দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি সড়কের। খানাখন্দে ভরা রাস্তা, পিচ উঠে গিয়ে বড় বড় গর্তে পরিণত হয়েছে, বেহাল রাস্তা দিয়ে নিত্যদিনের যাতাযাত একাবাসীর। সড়কের অবস্থা বেহাল হওয়ায় শুষ্ক মরশুমে ধুলোয় ঢেকে থাকে পুরো এলাকা। যার জেরে প্রতিনিয়ত চরম সমস্যার মুখোমুখি হতে গাড়ি চালক ও যাতায়াতকারী মানুষদের। দীর্ঘদিন প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি।
আরও পড়ুন: শ্রীরামপুরে প্রকাশ্য মঞ্চে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব
এলাকাবাসীদের অভিযোগ, জাতীয় সড়কের সঙ্গে সংযোগকারী এই প্রধান সড়ক প্রায় পাঁচ বছর ধরে বেহাল অবস্থায় পরে রয়েছে। তবুও প্রশাসনের তরফে মেরামত বা তৈরির কোনও উদ্যোগ নেই। এই সড়ক দিয়েই এলাকার পড়ুয়াদের স্কুলে ও ব্যবসায়ীদের বাইরে কাজে যেতে হয়। তবে সড়কের এরূপ বেহাল অবস্থা থাকায় প্রতিনিয়ত সমস্যার মধ্যে পড়তে হয় তাদের।এছাড়া সড়কের অবস্থা বেহাল হওয়ায় দুর্ঘটনা লেগেই রয়েছে প্রতিদিন।
অন্য খবর দেখুন