ঝাড়গ্রাম: প্রশাসনকে একাধিকবার জানিয়েও হয়নি রাস্তার কাজ। গোপীবল্লভপুরের (Jhargram Gopivallabhpur) চোরচিতা থেকে বলদী চক যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় (Bad Road Condition ) পড়ে রয়েছে। তার উপর এই বর্ষায় প্রায় ৩ কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তাটি প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তার উপর তৈরি হয়েছে একাধিক গর্ত। পিচের আস্তরণ উঠে বেরিয়ে পড়েছে রাস্তার কঙ্কালসার রুপ। রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি তুলছেন স্থানীয় মানুষজন।
বেহাল রাস্তা দিয়ে দুধারের একাধিক গ্রামের মানুষজন যেমন ব্লকের তপসিয়া গ্রামীণ হাসপাতাল,বেলিয়াবেড়া থানা থেকে শুরু করে নিত্যদিনের যাতায়াত। স্থানীয়দের রান্টুয়া বাজারে যান, তেমন পড়ুয়ারা বলদী নিগমানন্দ হাই স্কুল এবং বেলিয়াবেড়া গভর্নমেন্ট কলেজে যেতে বাধ্য হন। তাই রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি তুলছেন স্থানীয় মানুষজন। অপরদিকে, গোপীবল্লভপুর দুই মন্ডলের বিজেপির মন্ডল সভাপতি তাপস সুঁই বলেন এই রাজ্য সরকারের আমলে কোনও কাজ হয়নি।
আরও পড়ুন: সুন্দরবনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘর নেই, আকাশের নীচেই ভবিষ্যৎ
স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুশোভন নায়েক বলেন গতবার নোটা গ্রাম পঞ্চায়েতের ক্ষমতায় ছিল বিজেপি, তারা রাস্তাঘাটের উন্নয়নে কোনো কাজ করেনি। এবার তৃণমূল কংগ্রেস ওই গ্রাম পঞ্চায়েতের ক্ষমতায় এসেছে, সদ্য বোর্ড গঠন হয়েছে, ওই বেহাল রাস্তাটি মেরামতের কাজ শুরু করা হবে। তবে কবে ওই রাস্তাটি মেরামতের কাজ শুরু করা হবে সেদিকেই তাকিয়ে রয়েছে ওই এলাকার বাসিন্দারা।
আরও অন্য খবর দেখুন