বাঁকুড়া: পঞ্চায়েত কার্যালয়ে বিজেপির পতাকা লাগানো কে ঘিরে বিতর্কে বিজেপি ও তৃণমূল। মঙ্গলবার পঞ্চায়েত ফলাফলের পর বাঁকুড়া ওন্দা ব্লকের রামসাগর গ্রাম পঞ্চায়েত দখল করেছে বিজেপি। আর সেখানেই বিজেপি পতাকা লাগানোকে ঘিরে বিতর্কে জড়াল বিজেপি-তৃণমূল। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা।
ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণা হয়েছে মঙ্গলবার। আর বুধবার সকালে বিতর্কে জড়িয়ে পড়ল বিজেপি। বাঁকুড়া ওন্দা ব্লকের রামসাগর গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা ২৫। ফলাফলে বিজেপি পেয়েছে ১৬টি ও তৃণমূল পেয়েছে ৯টি আসন। স্বাভাবিকভাবেই আসনের নিরিখে একক সংখ্যাগরিষ্ঠ অর্জন করে মানুষের রায়ে রামসাগর গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি। বিজেপি গ্রাম পঞ্চায়েত নিজেদের হাতে পেয়ে গ্রাম পঞ্চায়েতের উপরে উড়াল নিজেদের দলীয় পতাকা। রামসাগর দলীয় কার্যালয়ের উপরে লাগানো হয়েছে বিজেপির পতাকা। আর এই পতাকা লাগানোকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
আরও পড়ুন: Panchayat Result 2023 | জলপাইগুড়িতে পঞ্চায়েত ভোটের ফল কীরকম হলো জেনে নিন
একটা প্রশাসনিক দফতর পঞ্চায়েত সেখানে বিজেপির পতাকা লাগানোর ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। তৃণমূলের দাবি, এই ঘটনা বিজেপির কাজ। বিজেপি বিধায়ক নিজের কৃতিত্ব ফলাতেই এই কাজ করেছে বলে দাবি করে তৃণমূল। এলাকার বিজেপি বিধায়ক অমর নাথ শাখা এই পতাকা লাগানোর কাজে তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। বিজেপির এই সংস্কৃতি নয় বলেও বিধায়ক জানিয়েছেন।