কলকাতা: পশ্চিমবঙ্গ (West Bengal) সহ চার রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন (Bye Election) জুনে। এবার ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission)। এরাজ্যের উপনির্বাচন হবে নদিয়ারবিধানসভা কেন্দ্রে। চলতি বছরের ফেব্রুয়ারিতে এই এলাকার তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ প্রয়াত হয়েছেন। এছাড়াও উপনির্বাচন রয়েছে কেরল, পাঞ্জাব ও গুজরাটের দুই কেন্দ্রে। কোথাও নির্বাচিত বিধায়কের মৃত্যু, কোথাও আবার পদত্যাগের কারণে আসনগুলি খালি রয়েছে।
আরও পড়ুন: দেশজুড়ে ফের ত্রাসের আবহ, তিন রাজ্যে নতুন করোনা আক্রান্তের হদিশ
এরাজ্যের কালীগঞ্জ ছাড়াও গুজরাতের কাদি, বিসাবদর, পঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং কেরলের নীলাম্বুর কেন্দ্রে উপনির্বাচন হবে আগামী ১৯ জুন। ভোট গণনার দিন ২৩ জুন। রবিবার এই পাঁচ কেন্দ্রে উপনির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন নাসিরুদ্দিন। এলাকায় তিনি পরিচিত ছিলেন ‘লাল’ নামে। চলতি বছর ফেব্রুয়ারিতে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালেই তাঁর মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর মৃত্যুর পর তিন মাস বিধায়কহীন ছিল কালীগঞ্জ। এবার সেখানে উপনির্বাচনের দিন ঘোষণা হল।
দেখুন আরও খবর: