ডোমজুড়: ডোমজুড়ে মহিলা খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করল ডোমজুড় থানার পুলিশ। বৃহস্পতিবার কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডুবুরি নামিয়ে ডোমজুড়ের কার্ডলিয়া পাসপুকুর থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্রটি। বুধবারই উদ্ধার হয়েছিল মৃত মহিলার মোবাইল ফোনটি। এদিন উদ্ধার হয় খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি।
গতকাল ডোমজুড় খুনে পুকুরে জাল ফেলে উদ্ধার হয় মৃত তরুণীর মোবাইল ফোন। অনুশ্রী হাজরা খুনের ঘটনায় ধৃত চন্দনকে ঘটনাস্থলে নিয়ে যায় ডোমজুড় পুলিশ। সেখানে উপস্থিত ছিলেন ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের কর্মীরা। পুকুরে জাল ফেলে চলছিল খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এবং অনুশ্রীর মোবাইলের খোঁজ।
আরও পড়ুন: সিবিআইয়ের তলবি নোটিস পাননি, দাবি সুজিতের
অবশেষে বিকেলে কার্ডলিয়ার পাসপুকুর থেকে মোবাইল ফোন উদ্ধার করেন তদন্তকারীরা। যদিও গতকাল খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা যায়নি। খুনের পর আগ্নেয়াস্ত্রটি পুকুরে ফেলা হয় বলে জানিয়েছিল ধৃত। উদ্ধার হয়েছে অনুশ্রীর সাইকেলটিও। সলপ ব্রিজের নীচে একটি গ্যারেজে রেখে যাওয়া সাইকেল শনাক্ত করেন অনুশ্রীর বাবা। খুনে ব্যবহৃত আগ্নেয় অস্ত্রটি পুকুর থেকে তল্লাশির জন্য কলকাতা থেকে নতুন টিমও আনা হয়। অবশেষে আজ উদ্ধার হল ওই আগ্নেয়াস্ত্র।