আরামবাগ: খেলার মাঠকে (Playground) ডাম্পিং গ্রাউন্ড করার প্রতিবাদে ভোট বয়কটের (Vote Boycott) ডাক গ্রামবাসীদের। রীতিমতো ব্যানার টাঙিয়ে খেলার মাঠ বাঁচাও কমিটির নামে এই বয়কটের ডাক দিয়েছে একাবাসীরা। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে আরামবাগের তিরোল গ্রাম পঞ্চায়েত এলাকায়। উল্লেখ্য, ওই এলাকায় একটি খেলার মাঠ রয়েছে। আরামবাগ পুরসভার (Arambagh Municipality) পক্ষ থেকে সেখানে একটি ডাম্পিং গ্রাউন্ড করার চেষ্টা চলছে।
আরও পড়ুন: খাদ্য দফতরে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার ২
দীর্ঘদিন ধরেই তিরোল গ্রাম পঞ্চায়েত এলাকায় খেলার মাঠ রয়েছে। পুরসভার পক্ষ থেকে সেখানে একটি ডাম্পিং গ্রাউন্ড করার চেষ্টা চলছে। দীর্ঘদিন ধরে মাদ্রা, বাইশ মাইল এবং দাদনপুর গ্রামের বাসিন্দারা এর প্রতিবাদ জানাচ্ছেন। কিন্তু তাঁদের অভিযোগ, তারপরেও ডাম্পিং গ্রাউন্ড করার প্রচেষ্টা বন্ধ হয়নি। তাই যতদিন না ওই প্রচেষ্টা বন্ধের প্রতিশ্রুতি তাঁরা পাচ্ছেন তাঁদের এই আন্দোলন চলবে। আর তাই তাঁরা এবার ভোট বয়কটের ডাক দিয়েছেন। তারা বলেন,ভোট দিতে তারা যাবেন না। তাদের কাছে কোন মৌখিক প্রতিশ্রুতি দিলেও হবে না,রীতিমত লিখিত ভাবে আইনি কাগজ তৈরি করে এই প্রতিশ্রুতি দিতে হবে। তা নাহলে তারা এই গোটা এলাকার কেউই ভোট দিতে যাবেন না। এর আগেও তারা বেশ কয়েকবার আন্দোলন করেছেন।প্রশাসনিক কর্তাদের কাছেও আবেদন করেছেন। কিন্তু কেউই কিছুই কর্ণপাত করেননি। রাজনৈতিক নেতারাও কিছু পদক্ষেপ নেননি।তাই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।
অন্য খবর দেখুন