আসানসোল: ১২ এপ্রিল আসানসোল লোকসভা উপনির্বাচন।রবিবার বিকেলে আসানসোলের রবীন্দ্রভবনে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে এক কর্মী সভায় যোগ দিতে আসেন তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলনেতা ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সেই মঞ্চ থেকেই আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University Controversy) উপাচার্যকে হেনস্থা করার ঘটনায় মুখ খুললেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এছাড়াও বিভিন্ন প্রসঙ্গে কেন্দ্রকে বিঁধতে দেখা গেল তাঁকে।
এদিন শত্রুঘ্ন সিনহার প্রচারে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আলিয়ার বহিষ্কৃত ছাত্রনেতার (Giyasuddin Mondal) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও তাঁকে চিহ্নিত করা হয়েছে। যথাযথ ব্যবস্থাও নেওয়া হবে।
অভিযুক্ত ছাত্রনেতা গিয়াসউদ্দিনের দাবি, ওইদিন যে প্রতিবাদ তিনি করেছিলেন প্রতিবাদের পদ্ধতিটা ভুল ছিল। তবে তাঁদের দাবি সঠিক ছিল। ওইদিন তিনি যে ভাষা ব্যবহার করেছেন, সমাজে একটি শিক্ষিত ছেলের মুখে নিন্দনীয়। সে কারণে তিনি ক্ষমাও চেয়েছেন।
সূত্রের খবর, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তোলাবাজি, বিশৃঙ্খলা সৃষ্টি সহ একাধিক অভিযোগে কিছুদিন আগে বহিষ্কার করা হয় গিয়াসউদ্দিন মণ্ডল নামে ওই ছাত্রনেতাকে। বহিষ্কারের কয়েকদিনের মধ্যেই তিনজন বহিরাগতকে নিয়ে ঢোকেন তিনি। কলেজের পিএইচডি লিস্টে স্বজনপোষণ করেছে উপাচার্য, এমন অভিযোগ তুলেই বচসার শুরু হয়। তারপর শুরু হয় অকথ্য ভাষায় গালাগালি, মারার হুমকি ইত্যাদি ইত্যাদি।এরপরই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
আরও পড়ুন Alia University: সোমবার বারাসত আদালতে তোলা হচ্ছে ধৃত গিয়াসকে
রবিবার ওই কর্মীসভায় মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন প্রার্থী শত্রুঘ্ন সিনহার সহধর্মিনী পুনাম সিনহা ,মন্ত্রি মলয় ঘটক আরও এক মন্ত্রী শ্রীকান্ত মাহাতো ছাড়াও তৃনমূলের কর্মী-সমর্থকরা। এই সভা থেকে পার্থ চট্টোপাধ্যায় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, সকলে মিলে একত্রিত হয়ে শত্রুঘ সিনহাকে জেতাতে হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের বহিস্কৃত নেতার প্রসঙ্গে মুখ খলার পাশাপাশি এদিন তাঁকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও বলতে দেখা যায়। তিনি বলেন, বারবার চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই সরকারের নীতি হচ্ছে সবকিছু বেঁচে দাও। এয়ার ইন্ডিয়া থেকে এলআইসি।এমনকি স্টেশনও বিক্রি করে দেওয়া হচ্ছ এই প্রতিযোগিতায়। রাস্তার শিল্পকে ধ্বংস করে দিয়ে পুঁজিবাদী ও ব্যবসায়ীদের সুবিধা করে দিচ্ছে কেন্দ্র।