প্রতিমাসে দুটি করে একাদশী থাকে, একটা কৃষ্ণপক্ষের এবং অপরটি শুক্লপক্ষের। এর মধ্যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল অপরা একাদশী। পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে অপরা একাদশীর মাহাত্ম্য সম্পর্কে বর্ণনা করেছেন। তিনি বলেছিলেন,সমস্ত গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। বলা হয় এই ব্রত পালনে পাপমুক্তি হয়, জীবনে সুখ নেমে আসে এবং মৃত্যুর পর স্বর্গলাভ হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক, ২০২৩ সালের অপরা একাদশীর তিথি, শুভক্ষণ, পূজা বিধি ও তাৎপর্য:
পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হচ্ছে ১৫ মে রাত ২টো ৪৬ মিনিটে। একাদশী শেষ পরদিন অর্থাৎ ১৬ মে মধ্যরাত ১টা ০৩ মিনিটে। উদয় তিথি অনুসারে ১৫ মে, সোমবার অপরা একাদশী ব্রত পালন করা হবে।
আরও পড়ুন: Daily Bengali Horoscopes | Ajker Rashifal | আজকের রাশিফল | ১৪ মে, ২০২৩
এই দিনে শ্রী বিষ্ণুর সঙ্গে মা লক্ষ্মীরও পূজা করা হয়। একাদশীর দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। বিষ্ণু এবং মা লক্ষ্মীকে স্মরণ করে উপবাসের সংকল্প করুন। পুজোর জন্য বাড়ির মন্দির পরিষ্কার করুন এবং সঠিক বিধি মেনে পুজো করুন। একাদশী ব্রতকথা পাঠ করুন বা শুনুন। শ্রী হরিকে নিবেদন করা ভোগে তুলসী অবশ্যই রাখুন।
অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এছাড়া এই একাদশীর ব্রতকথা পাঠ এবং শ্রবনে সহস্র গোদানের ফল লাভ হয়। শাস্ত্র অনুসারে, অপরা একাদশী ব্রতের পুণ্য ব্যক্তির মৃত্যুর পরেও প্রাপ্ত হয়।