কলকাতা : সকালেই তাঁর সঙ্গে দেখা করেছিলেন ব্যক্তিগত আইনজীবী । তার পরই কি প্রেক্ষাপট পাল্টে যেতে শুরু করছিল ?
যে নাটকীয় ভাবে নিজাম প্যালেসের বদলে অনুব্রতর কালো গাড়ি এসএসকেএম-এর দিকে চলে গেল, তার পরই এই গুঞ্জন তীব্র হতে শুরু করে । হাসপাতালের তরফে জানানো হয়, শ্বাসকষ্টের কারণে আজ হাসপাতালেই থাকতে হবে । ভর্তি করানো হয় তার পরই । আর কেষ্টর আইনজীবী জানান, সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে নিজাম প্যালেসে যাওয়ার সব রকম ইচ্ছে ছিল তাঁর মক্কেলের । কিন্তু, শারীরিক অসুস্থতার জন্য তিনি তা পারলেন না ।
এর পরই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে । এ ভাবে বার বার হাজিরা এড়ানো যায় কি না ?
তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সিবিআই রক্ষাকবচ সংক্রান্ত আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাই কোর্ট। আগাম জামিনের রক্ষাকবচের জন্য অনুব্রতর আইনজীবীদের নতুন করে আবেদন করতে পরামর্শ দেয় আদালত। গরুপাচার কাণ্ডে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে একাধিক বার নোটিস দেয় সিবিআই। কিন্তু, প্রতিবারই কোনও না কোনও কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানি চলার সময় সিবিআইয়ের তরফে অনুব্রতর রক্ষাকবচের বিরোধিতা করা হয়। সিবিআইয়ের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল এমবি রাজু বলেন, ২০২১-এর এপ্রিলে অনুব্রত মণ্ডলকে প্রথম নোটিস দেওয়া হয়েছিল। তখন থেকেই তিনি সিবিআইয়ের মুখোমুখি না-হওয়ার জন্য নানা টালবাহানা করছেন। আসছেন না। চলতি বছরের ফেব্রুয়ারিতে ফের তাঁকে নোটিস দেওয়া হয়েছিল। তখনও তিনি হাজিরা দেননি। সর্বশেষ নোটিসটি দেওয়া হয়েছে মার্চের প্রথম সপ্তাহে।
আদালতে সিবিআইয়ের আইনজীবীর প্রশ্ন, কলকাতায় অনুব্রত মণ্ডল আসছেন না, এমনটা নয়। তিনি তাঁর প্রয়োজনে কলকাতায় আসেন। তা হলে কেন বারবার তলব করার পরেও হাজির হচ্ছেন না? সিবিআইয়ের আরও বক্তব্য, অনুব্রত নিয়মিত রাজ্যের বিভিন্ন জেলায় রাজনৈতিক সভা করছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি অ্যাক্টিভও রয়েছেন। রাজনৈতিক প্রোগ্রামের ভিডিয়ো আপলোডও করছেন। একজন অসুস্থ মানুষ কী ভাবে তা করতে পারেন? বিভিন্ন জেলায় রাজনৈতিক কার্যকলাপের তালিকা তারিখ-সহ আদালতে পেশ করে সিবিআই।
এত কিছুর পর মঙ্গলবার কলকাতায় এসেছিলেন অনুব্রত । মনে করা হয়েছিল আজ, বুধবার হয়তো নিজাম প্যালেসে হাজিরা দেবেন । কিন্তু, বাস্তবে অন্য ছবিই দেখা গেল ।
আরও পড়ুন : Anubrata Mandal : গাড়ির স্টিয়ারিং ঘুরল কী ভাবে? কোন পথে ২১১-নম্বর কেবিনে এলেন কেষ্ট