নদিয়া: ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘটেছে আগেই। তবে এখনও যেন তার রেশ পুরোপুরি কাটেনি। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভারত বিরোধী পোস্ট করার অপরাধে ইতিমধ্যেই একাধিক জায়গা থেকে একাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এবার আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। চার যুবকের মুখে শোনা গেল, পাকিস্তান জিন্দাবাদ ভারত মুর্দাবাদ। ঘটনা চাকদহ থানার (chakdah police station) অন্তর্গত মদনপুর পুলিশ ক্যাম্পের অধীনস্থ জঙ্গলগ্রাম নতুন রাস্তা কৌতূপপুর এলাকায়। এই ঘটনার জেরে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
জানা গিয়েছে, কৌতূপপুর এলাকার বাসিন্দা বিজয় সরকারের বাড়ির পিছনে একটি আম বাগানে কয়েকজন যুবক মাদক সেবন করছিল। একইসাথে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল তাদের। সেইসময় বিজয় সরকার জানতে চায় তারা সেখানে কী করছে। তাদের প্রশ্ন করার পরই নিমাই সেখ, হাসান সেখ, ইমরান মন্ডল ও সাইদুল সেখ নামে চারজন যুবক তাঁর উপর চড়াও হয়। স্বামীকে বাঁচাতে ছুটে আসেন তার স্ত্রী চন্দনা সরকার। তাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেইসময়ই তাদের গলায় শোনা যায় পাকিস্তান জিন্দাবাদ ভারত মুর্দাবাদ। এই গন্ডগোলের জেরে আহত হয়েছেন একজন পুরুষ ও একজন মহিলা। ঘটনার খবর জানাজানি হতেই ছুটে আসেন স্থানীয়রা। তৎক্ষণাৎ সেখান থেকে চম্পট দেয় ওই চারজন যুবক।
আরও পড়ুন: ফুলবাড়িতে মুখ্যমন্ত্রীর সভা, দেখুন সরাসরি
এরপরই ঘটনার খবর জানতে পেয়ে ছুটে আসেন চাকদহ থানার অন্তর্গত, মদনপুর পুলিশ ক্যাম্পের পুলিশ। ইতিমধ্যেই সেখান থেকে একজনকে আটক করে নিয়ে আসা হয়েছে ক্যাম্পে। এই ঘটনায় উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায়। অন্যদিকে, গ্রামবাসীরা মদনপুর পুলিশ ক্যাম্পে পৌঁছে লিখিত আকারে চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আবার পুলিশ ক্যাম্পে অভিযোগ দায়ের করতে এসে অসুস্থ হয়ে পড়েন চম্পা সরকার নামের এক মহিলা। তড়িঘড়ি তাঁকে পুলিশের গাড়ি করে নিয়ে যাওয়া হয়ে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে।
দেখুন অন্য খবর